
২০২১-০৪-০৮ ০৭:১২:০১ / Print
গাজীপুরে ব্যবসায়ী সংগঠনের মানববন্ধন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কোনাবাড়ি স্ট্যান্ডে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান, দেশের এই ক্লান্তি লগ্নে সরকার লকডাউন দিয়েছেন তা আমরাও সমর্থন করি। তবে এ লকডাউন দীর্ঘ মেয়াদী হলে মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হবেন।
মানববন্ধনে ব্যবসায়ী নেতারা জানান, এর আগে দেশে ৪০ দিনের বেশি লকডাউন ছিল। ওই লকডাউনে অনেক ক্ষুদ্র ও গরীব ব্যবসায়ীরা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। প্রথম লকডাউনের রেশ ব্যবসায়ীরা এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্ষতি গ্রস্ত তাঁরা।
ঋণের ঘানি এখন পর্যন্ত টানছেন তাঁরা। সামনে রমজান মাস তাই প্রধানমন্ত্রী যদি স্বল্পপরিসরে লকডাউন দিয়ে তা শিথিল করেন তবেই কোনো মতে ডাল-ভাত খেয়ে বাঁচা যাবে।
মানববন্ধনে ব্যবসায়ীরা জানান, যেহেতু কলকারখানা সবই খোলা রয়েছে। তাই সামনে রমজান মাস প্রধানমন্ত্রী যেন এ লকডাউন প্রত্যহার করে নিয়ে আমাদের বাঁচার সুযোগ করে দেন।
গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাছিরউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, মোবাইল ব্যবসায়ী যুবরাজ হোসেন, মতিউর রহমান প্লাজার ফারুক আহমেদ, আব্দুস সালাম সরকার প্রমুখ।