জামালপুর শহরের বোষপাড়া রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বোষপাড়া আরামবাগ মোড় থেকে আরামবাগ রেসিডেন্সিয়াল এলাকা পর্যন্ত ১’হাজার মিটার আরসিসি ঢালাই রাস্তা ও ৬’শ মিটার আরসিসি ঢালাই ড্রেনের কাজের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছনোয়ার হোসেন ছানু।
১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে জামালপুর পৌরসভার অর্থায়নে এ কাজটি করছে মেসার্স ফজলুর রহমান ঠিকাদারি প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সদস্য সানাউল হাসান জ্যোতি, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পরিতোষ পন্ডিত,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বিজু আহমেদ, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব সিংহ সাহা, সাবেক ছাত্রনেতা বিধান সাহা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাতুল সাহা, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুকান্ত কর্মকার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক উত্তম কর্মকার, সহ-সম্পাদক আনন্দ দাস, সদস্য মামুনুর রশীদ জনি, শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রিমন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোবিন, ইউনিট ছাত্রলীগের সভাপতি বিজয়সহ জামালপুর পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।