
২০২১-০৩-০৬ ০৪:৫৬:২৩ / Print
চেয়ারম্যান লাবুর জনপ্রিয়তায় ভাটা পড়েছে। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলাধীন ১নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবুর জনপ্রিয়তায় ভাটা পড়েছে। গেল, কয়েকদিনের অনুসন্ধানে খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যান লাবু জনপ্রিয়তায় শূন্যের কোঠায়। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, আগামি ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করলে জামানত হারানোর সম্ভাবনাই বেশি বর্তমান চেয়ারম্যানেন। এদিকে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নাজিরপুর ইউনিয়নে চলছে প্রচার-প্রচারণা। চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতির বন্যা ভাসিয়ে দিচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন তারা। তবে এই মূহুর্তে জনপ্রিয়তায় ও প্রচার-প্রচারণা এগিয়ে আছেন সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রমানিক। তিনি বর্তমানে জনপ্রিয়তায় তুঙ্গে। চন্দ্রপুর ওয়াবদা বাজার, শ্যামপুর, পুরুলিয়া, নাজিরপুর বেড়, মাঝপাড়া, লক্ষ্মীপুর ও ডুবার পাড়া এলাকাবাসি এবার সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলীর কথাই বলছেন। জনপ্রিয়তায় ভাটা পড়া চেয়ারম্যান লাবু আলাদিনের চেরাগ হাতে পেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। নাজিরপুর ইউনিয়নের ইতিহাসে এমন দুর্নীতিবাজ চেয়ারম্যান এর আগে কখনো আসেনি। তিনি চেয়ারম্যান হয়ে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে একের পর এক অনিয়ম আর দুর্নীতি গ্রাস করেছে ওই চেয়ারম্যানকে। যার কারণে জনপ্রিয়তায় আজ শূন্যের কোঠায়। এলাকাবাসী জানান, চেয়ারম্যান লাবু গৃহহীনদের কাছ থেকে সরকারি পাকা ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। প্রতারণার দায়ে গেল ফেব্রুয়ারি মাসে গৃহহীন জালাল বাদী মামলায় তিনি জেলে যান। চোখ রাখুন ঢাকা মেইলে, আগামি পর্বে লাবুর জীবন দুর্নীতির ঝুড়ি নিয়ে হাজির হচ্ছি।