রবিবার (৫ জানুয়ারি ) দুপুরে উপজেলার বাগবাড়ি ভাঙ্গার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত পারুল ও তার মেয়ে ছোয়া উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের টুক্কু রুহুলি গ্রামের রফিকুলের স্ত্রী এবং মেয়ে।
তার পরিবারের সদস্যরা জানান, পারুল ও তার মেয়ে অটোরিকশা ভাড়া করে ভূঞাপুর থেকে তাদের গ্রামের বাড়ি বিলচাপরা যাওয়ার পথে বাগবাড়ি ভাঙ্গার পাড় নামক এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনা স্থলেই মা ও মেয়ে নিহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মা মেয়ে অটোরিকশা করে বাড়ির দিকে যাচ্ছিলো রাস্তায় তেলবাহী ট্রাকের সাথে ধাক্কায় মা মেয়ে দুই জন নিহত হয় এবং আহত অটোরিকশা চালক রনি কে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরা দেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply