1. [email protected] : Dhaka Mail 24 : Dhaka Mail 24
  2. [email protected] : unikbd :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোলে পৃথক অভিযানে ২০৯ বোতল ফেনসিডিল সহ আটক-১ বেনাপোলে সব গোয়েন্দা সংস্থার নজরদারি থাকা সত্বেও বোমা মজুদ থেমে নেই বেনাপোল স্থল বন্দর এলাকা থেকে একদিনের ব্যবধানে আবারো ২৩ বোমা উদ্ধার বেনাপোলে বোমা মজুদ রাখার অভিযোগে শ্রমিক সর্দার বাদল আটক আযুর্বেদিক প্রতিষ্ঠান আয়ুশ লিঃ এর মালিক মোস্তফা ও তার স্ত্রী কারাগারে বেনাপোল বন্দর এলাকায় মাটির নিচে থেকে উদ্ধার হলো তাজা ১৮ টি বোমা বেনাপোলে যশোর বøাড ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বেনাপোল নোম্যান্সল্যান্ডে এপার বাংলা ওপার বাংলা সৌহার্দ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর সন্মান নিয়ে চিন্তা করতেন, বাঙালীর অধিকার নিয়ে চিন্তা করতেন ———আশরাফুল আলম লিটন বেনাপোলে ৩ কেজি স্বর্ন, প্রাইভেট কার  সহ আটক-৩

নাটোরে চলছে কৃষি জমি ধ্বংসের উৎসব, জেলা প্রশাসক অসহায়

  • প্রকাশিতঃ শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরে চলছে কৃষি জমি ধ্বংস উৎসব।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, ভূমি অফিসের নায়েব নীরব ভূমিকা পালন করছে।

ঢাকামেইল টুয়েন্টি ফোর ডটকমে চোখ রাখুন, শীঘ্রই নাটোর জেলার কৃষি জমি ধ্বংস নিয়ে ধারাবাহিক প্রতিবেদন নিয়ে আসছি।

বিগত দুই-তিন বছরে নাটোর জেলায় প্রায় এক হাজার একর কৃষি জমি ধ্বংস করে সেখানে পুকুর খনন করা হয়েছে।

এর মধ্যে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমাল এর আমলে সবচেয়ে বেশি কৃষি জমি ধ্বংস করে পুকুর কাটা হয়েছে।সম্প্রতি গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসারও জড়িত বলে জানা গেছে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় যোগাযোগ করা হলে, সেখান থেকে ঢাকা মেইল টুয়েন্টি ফোরকে জানানো হয়েছে যে, কৃষিবান্ধব প্রধানমন্ত্রী কৃষি জমি রক্ষার্থে দিনরাত কাজ করে যাচ্ছেন, তবে জেলা প্রশাসকের কেউ জড়িত থাকলে নামসহ নিউজ করে তা লিংক পাঠালে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সরেজমিনে দেখা গেছে, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর, মসিন্দা, ধারাবারিষা, চাপিলা ইউনিয়নে সবচেয়ে বেশি ফসলি জমি ধ্বংস করা হয়েছে।

বাদ নেই সদরের হালসা ইউনিয়নও।

উপজেলার গুরুদাসপুরের ১নং নাজিরপুর ইউনিয়নে তুলাধানা, পুরুলিয়া, লক্ষ্মীপুর এবং চন্দ্রপুর বিলে কয়েকশো একর ফসলি জমি ধ্বংস করা হয়েছে।

গতকাল নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর ওয়াবদা বাজার এলাকায় কৃষি জমি ধ্বংস করে পুকুর খননের কাজ চলছে।

একটি কুচক্রীমহল উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও থানাসহ সবাইকে মোটা অঙ্কের উৎকোচ দিয়ে এসব এসব অন্যায় করা হচ্ছে।

একটি সূত্রে জানায়, শুধুই কুচক্রী মহলই এ কাজে জড়িত নয়, এদের মদতদাতা হিসেবে কাজ করছে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

নাটোর জেলা প্রশাসকের হোয়াটসঅ্যাপে বিষয়টি জানানো হলে তিনি বলছেন ব্যবস্থা নেয়া হবে।

ধারাবাহিক প্রতিবেদন নিয়ে আসছি, চোখ রাখুন আধুনিক অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল টোয়েন্টিফোর ডটকমে।


শেয়ারঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ Dhaka Mail 24
Developed By UNIK BD