এম রানাঃ নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য গঠিত কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান উজ্জ্বল আবারও তার আগের পেশায় ফিরেছে।
এক সময়ে চাঁদাবাজী ও মাদক ব্যবসা করে এলাকায় দাপিয়ে বেড়ানো সেই উজ্জ্বল ২০১৬ সালে এক কারচুপির নির্বাচনের মাধ্যমে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়।
এরপর সরকারি নানা প্রকল্পের টাকা লুটপাট করে ফুলেফেঁপে উঠে এখন সুদের কারবারি হিসেবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা ভাবে হয়রানি করে আসছে।
এ কারণে ২০২২ সালের ইউপি নির্বাচনে স্থানীয় লোকজন মেম্বার পদে উজ্জ্বল কে চতুর্থ স্থানে নামিয়ে দেয় ভোট বিপ্লবের মাধ্যমে।
নির্বাচনে লজ্জাজনক ভোট পেয়ে উজ্জ্বলের অপকর্ম কিছুদিন বন্ধ থাকলেও এখন আবারও শুরু করে দিয়েছে বেপরোয়া চাঁদাবাজি ।
সদ্য গঠিত নাটোর জেলার গুরুদাসপুর উপজেলাধীন ১নং নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাতের আধারে করা বিতর্কিত পকেট আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হয়েই নাজিরপুর বাজারের বিভিন্ন দোকানে দোকানে লোক পাঠিয়ে চাঁদা দাবি করতে থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাস্তার পাশে একটা ছোট্ট সেলুনে কাজ করে জীবিকা নির্বাহ করা শরিফ নামে এক ব্যক্তির কাছে গেল ৬ জানুয়ারি বিশ হাজার টাকা চাঁদা দাবি করে উজ্জ্বল।
সেলুনের মালিক শরিফ দাবিকৃত চাঁদা প্রদানে অস্বীকার করলে উজ্জ্বলের সাথে থাকা ক্যাডার বাহিনী শরিফের দোকান ব্যাপক ভাংচুর করে ক্যাশ থাকা টাকা নিয়ে চলে যায়।
এই ঘটনায় গুরুদাসপুর থানায় উজ্জ্বলের বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে উল্টো ভিকটিমকে নানাভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে উজ্জ্বল।
এ বিষয়ে আমাদের স্থানীয় প্রতিনিধি এলাকায় অনুসন্ধান করলে জানা যায় যে বিএনপি-জামাত পরিবারের সন্তান মিজানুর রহমান উজ্জ্বল নানা অপকর্মের সাথে বহুবছর ধরে জড়িত।
নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটির কয়েকজন সিনিয়র সদস্য বলেন “উজ্জ্বলের বড় ভাই তাজ মেম্বার এক সময় বিএনপির নেতা ছিলেন।
পরবর্তীতে সে জাতীয় পার্টির সময় জাতীয় পার্টির ক্যাডার হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছেন, জাতীয় পার্টির পতনের পরে তিনি আবারও বিএনপিতে ফিরে আসেন।
অপর ভাই আকবর আলী ইউনিয়ন জামাতের নায়েবে আমীর ছিলেন। অপর দুই ভাই তোজাম, মোজামও বিএনপির সক্রিয় নেতা হিসেবে ২০০১-৬ সাল পর্যন্ত এলাকায় নানা রকমের অপরাধ করে বেড়িয়েছেন।
এখনও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত। কিন্তু স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস ও তার মেয়ে কোহেলি কুদ্দুস, ছেলে শোভন কুদ্দুস অজানা কোন এক কারণে এই চিহ্নিত অপরাধী জামাত-বিএনপি পরিবারের সন্তান মিজানুর রহমান উজ্জ্বল কে ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটি তে যুগ্ম আহবায়কের পদ প্রদান করেন।
কিন্তু এই উজ্জ্বল আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আবারও নানা অপকর্মে লিপ্ত হয়ে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, পাশাপাশি আমরা যারা স্থানীয় ভাবে আওয়ামী লীগের রাজনীতি করি, তারাও লজ্জায় পরে গিয়েছি।
ভুক্তভোগী শরিফুল ও তার পরিবার এখন আশংকায় দিন কাটাচ্ছে, তারা অবিলম্বে স্থানীয় প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তা প্রদানের আকুতি জানান।
Leave a Reply