স্টাফ রিপোর্টার: পুলিশ প্রবিধানের ১১২(ঙ) ধারায় বলা আছে , পুলিশ কর্মকর্তারা নিজ জেলা ছাড়া অন্যা কোনো স্থানে পুলিশ মহাপরিদর্শকের পূর্বানুমতি ছাড়া স্বনামে, স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয়স্বজন, চাকরবাকর, বা আশ্রিত ব্যক্তির নামে-বেনামে জমি অথবা অন্যা কোনো স্থাবর সম্পত্তি কিনতে পারবে না। তবে নিজ জেলাতে কোনো স্থাবর বা সম্পত্তি কিনলে পুলিশ মহাপরিদর্শকের অনুমতি প্রয়োজন হবে।
অথচ কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) মোঃ আনোয়ার হোসেন অবৈধ ভাবে উপার্জনের টাকায় কেনা মাত্র ৫ পাঁচ শতাংশ জমি বিক্রয় করলেন ৪৮ লক্ষ টাকায়।
পুলিশের ওই এএসআই প্রায় দুই মাস পূর্বে গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানা থেকে বদলি হয়ে বর্তমানে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় কর্মরত রয়েছেন।
তিনি কোনাবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত অবস্থায় ২০১৭ সালে স্ত্রীর রুমানা আক্তারের নামে কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় ৫ শতাংশ জমি কিনেন।
তা দুই মাস পূর্বে মাত্র ৫ (পাঁচ) শতাংশ জমি বিক্রয় করেন ৪৮ (আট চল্লিশ) লক্ষ টাকা। এ নিয়ে চলছে তুলকালাম। বিস্তারিত আসছে ।
Leave a Reply