গোপালপুরে ব্যারিষ্টার পল্লব আর্চাযের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের মত বিনিময়
বিধান রায়, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ সরস্বতী পূর্জা উপলক্ষে টাঙ্গাইল গোপালপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ব্যারিষ্টার পল্লব আর্চাযের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃস্প্রতিবার বিকালে উপজেলা ডুবাইল কালীমন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত মতবিনিময় সভায় সাগর ঘটকের সঞ্চালনায় অধ্যাপক বানীতোষ চক্রবর্তীর সভাপত্বি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ এর প্রেসিডিয়াম মেম্বার ব্যারিষ্টার পল্লব আর্চায। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার কেয়া সেন। অন্যন্যদের আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সমেন্দ্র নাথ সরকার বিমল,অধ্যাপক অধীর চন্দ্র সাহা, এ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র ঘটক, অধ্যাপক আব্দুল মান্নান, স্থানীয় কাউন্সিলর নাসির ,বিশ্বজিৎ চক্রবর্তী, রতন ঘটক, দেবরাজ ঘটক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply