- এম রানাঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার ৩নং পার রামরামপুর ইউপি চেয়ারম্যান জে.কে সেলিমকে আবারো কারাগারে পাঠানো হয়েছে ।
আদালত সূত্রে জানায়, এর আগে (৩ জানুয়ারি) একটি মারপিট মামলায় তাঁকে অস্থায়ীভাবে জামিন দেয় আদালত।
রোববার (২৯ জানুয়ারি) সকালে ওই মামলায় তিনি স্থায়ী জামিনের জন্য আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে চেয়ারম্যান সেলিমকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ।
উল্লেখ্য, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার (৩ নং) পার-রামরামপুরের ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জে.কে সেলিমের হুকুমেই মুক্তিযোদ্ধার সন্তানসহ বেশ কিছু নিরীহ মানুষদের ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় জামালপুর আদালতে একটি মামলা হয়।
Leave a Reply