নিজম্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি নছের মার্কেট বাবুর্চি মোড় এলাকায় একশ’ বছরের পুরাতন সরকারি রাস্তার উন্নয়ন কাজকে বাধা দিয়ে তা পন্ড করে দেয়ার অভিযোগ উঠেছে।
এ অভিযোগ কোনাবাড়ি থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা সেলিম রেজা (লাব্বু) এবং নুর মোহাম্মদ এর বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে (৩১ জানুয়ারি) গাজীপুর সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন দুলাল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা নাছরিন বিষয়টি নিয়ে অভিযোগ করেন।
অভিযোগে তাঁরা বলেন, নগরীর নছের মার্কেট বাবুর্চি মোড় এলাকায় এক’শ বছরের পুরাতন রাস্তা (৪২-ফুট) প্রশস্ত করে তা উন্নয়নের কাজ চলে আসছে। কিন্তু গতকয়েক দিন যাবৎ পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা সেলিম রেজা (লাব্বু)’রা এসে সিটি কর্পোরেশনের উন্নয়নরে কাজকে বার বার বাধা দিয়ে যাচ্ছে।
বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে জানানো হয়েছে। তবে মেয়র কাজ করার নির্দেশ দেন। এরপর ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করেন। তাঁর কিছুক্ষণ পর পুলিশকে সঙ্গে নিয়ে সেলিম রেজা রাস্তার কাজ বন্ধ করে দিয়ে যান।
গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭-এর প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে গেল বুধবার মেয়রের সঙ্গে স্থানীয় তিন কাউন্সিলর কথা বলছে। তিনি বলেন, আজ মঙ্গলবার কাজ শুরু করেছিল। তাঁর পর পুলিশ গিয়ে বাধা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। এখন আবার ওই কাউন্সিলররা মেয়রের বাসায় গিয়ে সিদ্ধান্ত জানবে কি করবে তাঁরা। পুলিশ কোন সূত্রে ধরে এখানে এসে কাজে বাধা দিচ্ছে তা জানি না।
বাবুর্চি মোড় এলাকার স্থানীয় মোজাম্মেল হক জানান, এই রাস্তাটি ব্রিটিশ আমল থেকেইে খোলাপাড়া ও বাঘিয়া মৌজার মাঝখান দিয়ে বয়ে গেছে। বর্তমানে রাস্তাটি কারো পৈত্তিক সম্পত্তির উপর দিয়ে যাচ্ছে না। এক’শ বছরের পুরাতন রাস্তার উপর দিয়েই রাস্তার কাজ চলছে। তাছাড়া এ বিষয়ে গাজীপুর আদালতে মামলা চলমান। আদালতে মামলা থাকার পরেও কোনাবাড়ি থানা থেকে কখনো এসআই ফোরকান মোল্লা, (এসআই) লিটনসহ অন্যান্য পুলিশের এসআইয়েরা এসে কাজে বাধা সৃষ্টি করছে।
একই এলাকার সেলিম রেজা (লাব্বু) ও নুর মোহাম্মদ দাবী করছে, তাঁদের সম্পত্তির উপর দিয়ে সিটি কর্পোরেশনের রাস্তা যাচ্ছে, আর চলমান রাস্তার দক্ষিণ পাশে সরকারি হালট রয়েছে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, স্থানীয় নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি গাজীপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়ে দাবী করেছে তাঁদের জমির ওপর দিয়ে সিটি কর্পোরেশনের রাস্তা যাচ্ছে, তাছাড়া ম্যাপে দেখা যাচ্ছে একটি হালট রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিসি-উত্তর ক্রাইম) দেলোয়ার হোসেন বলেন, পুলিশের কাছে অভিযোগ না আসলে তো যাওযার কথা না। বিষয়টি তাঁর জানা নেই, খতিয়ে দেখতে হবে কেউ অভিযোগ করেছে কি না।
Leave a Reply