বেনাপোল প্রতিনিধিঃ
যশোর এর বেনাপোল স্থল বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার সময় বেলুন উড়িয়ে বেনাপোল স্থল বন্দরের আনসার ক্যাম্পে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেনাপোল আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার (পিসি) সাকিব বলেন ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর যাত্রা শুরু হয়। সেই থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অুন্ন রেখে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন এবং জাতীয় সমাবেশের সার্বিক কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
শার্শা উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল বলেন প্রতিবছর ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন জাতীয় সমাবেশের উদ্ভোধন উপলক্ষে সকল সদস্যদের জন্য প্রীতি ভোজের আয়োজন করা হয়। এসময় তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যদের দিক নির্দেশনা প্রদান করেন। এছড়া তিনি জাতীয় সমাবেশের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Leave a Reply