নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ পাওয়া গছে। এমন অনিয়মের কারণে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সদস্যরা পদত্যাগ করেছেন।
গেল-বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত পদত্যাগ পত্র জমা দেন তাঁরা।
লিখিত অভিযোগে তাঁরা জানান, আমরা রাজবাড়ী মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত অভিভাবক সদস্য।
আমরা নির্বাচিত হওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে রমজান আলী খানকে সভাপতি পদে নির্বাচিত করি। এরপর বিদ্যালয় পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রমে আমাদের (সদস্য) দেরকে অবহেলা করে তিনি নিজেই একক সিদ্ধান্ত গ্রহণ করেন। জানা গেছে, দুর্নীতি ও নানা অনিয়মের সঙ্গে সভাপতির এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরও যোগসাজস রয়েছে।
সর্বশেষ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে তরিঘরি করে রাতের মধ্যে নিয়োগের ফলাফল প্রদান এবং পরদিনই নির্বাচিত অভিভাবক সদস্যদের ছাড়াই তাদের যোগদানের রেজুলেশন করা হয়। সেই নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। তাই এই সভাপতি ও প্রধান শিক্ষকের সঙ্গে থেকে বিভিন্ন অবৈধ একক সিদ্ধান্ত সমর্থন করা আমাদের পক্ষে সম্ভব নয়।
তাই ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদ থেকে তাঁরা পদত্যাগ করেন বলে জানান। সেই সঙ্গে এই পদত্যাগ পত্রের অনুলিপি যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেন বলে জানা গেছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
Leave a Reply