গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অমর ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলার সালনা এলাকায় মাতৃভাষা দিবসে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, র্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দিবসটিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে একটি রালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়।
ভাষা শহীদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানিয়ে প্রথমে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, আবাসিক হলসমূহ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, জাতি হিসেবে আমরা অত্যন্ত গর্বিত এই কারণে যে, বাংলা ভাষার মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ায় বিশ্বের সকল দেশ আজ আমাদের শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি।
তিনি বলেন, যে জাতি তার মাতৃভাষায় যত সমৃদ্ধ সে জাতি তত উন্নত ও সমৃদ্ধ। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সক্ষম হবো ইনশাল্লাহ।
এছাড়াও শহীদদের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. অহিদুজ্জামান, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
বাদ-যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply