নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মঙ্গলবার ভোরে শিক্ষার্থীরা প্রভাত ফেরি বের করে।
প্রায় তিন শতাধিক শিক্ষার্থী স্কুল প্রাঙ্গন থেকে মুক্তিযোদ্ধা জামির উদ্দিন সরকার সড়কের পাকার মাথা থেকে রাখালিয়াচালা এআইটি গেইট সংলগ্ন পর্যন্ত পদক্ষিণ করে। পরে স্কুল ক্যাম্পাসে ফিরে এসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফুলের তোরা অর্পণ করেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম, ইংরেজি শিক্ষিকা রাফেজা খাতুন, শিক্ষক সুজন সিনহা, সোলাইমান হোসেন অপু, অফিস প্রধান মমতাজ আক্তার প্রমুখ। পরে স্কুল ক্যাম্পাসের আব্দুল হাকিম মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply