স্টাফ রিপোর্টার: আগামি ১৬ মার্চ গাজীপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । ভোট হবে ইভিএম’ এ।
নির্বাচনের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামিলীগের মনোনীত মির্জাপুর ইউনিয়নে মোশারফ হোসেন দুলাল, জাতীয় পার্টির হয়ে রফিকুল ইসলাম ভোট করবেন । এ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক এনামুল হক।
মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে উপলক্ষ করে মাঠে সরব সব প্রার্থী। তবে বি এন পি এ নির্বাচন বর্জন করেছে।ফলে নির্বাচনে জয় পরাজয় অনেকটায় বি এন পি’র ভোটার ও নেতাকর্মীদের উপর নির্ভর করবে।
বি এন পি নির্বাচনে অংশগ্রহন না করায় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী রফিকুল ইসলাম বি এন পির একাংশের ভোট পেতে পারেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
অন্যদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক এনামুল হক আওয়ামীলীগের একাংশের এবং বি এন পির নেতাদের মৌন সমর্থন রয়েছে বলে জানা গেছে।
নির্বাচনের সামগ্রিক বিষয়ে রফিকুল ইসলাম বলেন “, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে নির্বাচন করলেও সকল ভোটারের পরীক্ষিত প্রার্থী আমি। বিভিন্ন সামাজিক- প্রাতিষ্ঠানিক উন্নয়নে আমি আমার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করি। সে হিসাবে সম্মানি ভোটারগন আমাকে নির্বাচিত করবেন -ইনশাআল্লাহ।
অন্যদিকে আওয়ামীলীগের প্রার্থী মোশারফ হোসেন দুলাল তৃণমূল কর্মীদের কাছে টানার চেষ্টা করছেন। উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে তিনি পূর্ণাঙ্গ কমিটি না দেয়ায় অনেকেই বিদ্রোহী প্রার্থী অধ্যাপক এনামুল হকের হয়ে ভোটের মাঠে কাজ করছেন।
তাছাড়া,দলীয় সুবিধা বঞ্চিতরা দলীয় প্রার্থী মোশারফ হোসেন’র কাছে ভিড়ছেন না। দলীয় প্রার্থী হিসেবে মোশারফ হোসেন দুলাল চেক এ্যান্ড ব্যালেঞ্চ করতে পারবে কী না – তা অনকেটায় প্রশ্নের বিষয়।
Leave a Reply