বেনাপোল বন্দরে দুই জন চোর সিমেন্ট কারখানার আমদানিকৃত পণ্য সহ আটক
বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল স্থল বন্দরে চুরি থেমে নেই। আবারও স্থল বন্দরের টিটিআই মাঠ থেকে সাজু শেখ (৩৫) ও ইছাক (৩২) নামে দুই জন চোর আটক হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪ টার সময় সিমেন্ট কারখানার মাল সহ ওই দুই ব্যক্তিকে আটক করে স্থল বন্দরের আনছার সদস্যরা।
আটককৃত সাজু শেখ বেনাপোল পোর্ট থানার ছোটআচড়া গ্রামের কিনু শেখের ছেলে এবং ইছাক ভবেরবেড় এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
বেনাপোল স্থল বন্দরের আনছার এর প্লাটুন কমান্ডার সাকিব জানায় ভোর রাত্রে তাদের স্থল বন্দরের টিটিআই মাঠে দেখে সন্দেহ হয়। এসময় তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছোটআচড়া গ্রামের একটি ডোবা থেকে চট্রগ্রাম শাহ সিমেন্ট কারখানার আমদানিকৃত ১৪ টি মুল্যবান বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য তিন লাখ টাকা। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।
Leave a Reply