বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে ব্যাতিক্রমধর্মী স্যানেটারি মিস্ত্রী কল্যান সমিতির বার্ষিক বনভোজন হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ি জিয়াউর রহমান এর জিহাদ ট্রেডার্স এন্ড স্যানেটারি ব্যবসায়ি এর আয়োজনে এ ব্যাতিক্রমধর্মী বনভোজন হয়।
শনিবার বেলা ১০ টা থেকে পোর্ট থানার শাখারীপোতা স্বজন এর পিকনিক কর্ণারে স্যানিটারি মিস্ত্রিদের বিবাহীত অবিবাহিতরা ফুটবল প্রিতী ম্যাচ, হাড়ি ভাঙ্গা, সহ নানা ধরনের খেলা ধুলা বিজয়ীদের পুরস্কার বিতারনের মধ্যে দিয়ে বনভোজন বিকাল ৫ টার সময় শেষ হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিহাদ ট্রেডার্স এন্ড স্যানিটারি সত্বাধীকারী জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দর প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব মিন্টু, জিহাদ ট্রোডার্স এর ব্যবস্থাপক আজিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আনিছুর রহমান বলেন, আজ আমাদের সমাজে স্যানিটারি মিস্ত্রি ভাইয়েরা অত্যান্ত পরিশ্রম করে বড় বড় ভবন সহ রাস্তাঘাট এর পয়নিস্কাশন পানির লাইনের কাজ করে। ঝুকি পুর্ণ কাজের বিনিময়ে তারা যে মজুরী তারা পায় তা তাদের প্রাপ্য নয়। তাদের আরো মজুরি বাড়ানো উচিৎ। আজ জিহাদ ট্রেডার্স অবহেলিত এই মিস্ত্রিদের নিয়ে নানা খেলাধুলার মধ্যে দিয়ে বনভোজন করে যে আনন্দ দিয়েছে মিস্ত্রি ভাইদের এটা যেন অব্যাহত থাকে। এই প্রতিষ্ঠানের মত অন্যান্য ব্যবসায়িরা যেন এগিয়ে আসে তাদের কল্যানে তিনি আহবান করেন।
Leave a Reply