বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল থেকে লিখন (১৬) নামে দশম শ্রেনীর ছাত্র নিখোজ হয়েছে। ২৬ ফেব্রæয়ারী বিকাল ৫ টার সময় থেকে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার সুত্র জানায় ।
লিখন বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের ইউসুফ আলীর ছেলে।
সে ছোট আচড়ায় প্রাইভেট পড়ে বেনাপোল বাজারে আসে। এরপর থেকে তার মোবাইল নাম্বার বন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ঘন্টা পার হলেও তার সন্ধান মেলেনি।
লিখন এর পিতা ইউসুফ আলী বলেন, তার বন্ধুদের বাড়ি এবং নিকটআতœীয় সকলের বাড়িতে খোজাখুজি করেছি। তার কোন সন্ধান মেলে নাই।
থানায় প্রাথমিক ডায়েরী করবে বলে জানায়।
Leave a Reply