শার্শা(যশোর)প্রতিনিধিঃ- যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুল থেকে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে অংশ নিয়ে দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি ও বেনাপোল প্রেস কাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি’র ছেলে মোঃ মাসুদ-উল- ইসলাম রুম্মান সাধারন গ্রেড এ বৃত্তি পেয়েছে। মোঃ মাসুদ-উল- ইসলাম রুম্মান বড় হয়ে দ্বীনের বড় আলেম হতে চাই। সে এখন নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলে হিফজুল কুরআন শাখায় ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে এবং পবিত্র আল কুরআন এর ৭ম পারায় অধ্যায়নরত। রুম্মান তার গৃহ শিক্ষক, স্কুলের হিফজুল কুরআন শাখা ও শ্রেনী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সে সকলের দোয়া প্রার্থী।
Leave a Reply