1. [email protected] : Dhaka Mail 24 : Dhaka Mail 24
  2. [email protected] : unikbd :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর সিটির নতুন পরিষদের সভায় কিরণের দুর্নীতির তদন্তের সিদ্ধান্ত গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের দুর্নীতি, অনুমোদন ছাড়াই হাজার কোটি টাকার সহ্রাধিক প্রকল্প বেনাপোলে পৃথক অভিযানে ২০৯ বোতল ফেনসিডিল সহ আটক-১ বেনাপোলে সব গোয়েন্দা সংস্থার নজরদারি থাকা সত্বেও বোমা মজুদ থেমে নেই বেনাপোল স্থল বন্দর এলাকা থেকে একদিনের ব্যবধানে আবারো ২৩ বোমা উদ্ধার বেনাপোলে বোমা মজুদ রাখার অভিযোগে শ্রমিক সর্দার বাদল আটক আযুর্বেদিক প্রতিষ্ঠান আয়ুশ লিঃ এর মালিক মোস্তফা ও তার স্ত্রী কারাগারে বেনাপোল বন্দর এলাকায় মাটির নিচে থেকে উদ্ধার হলো তাজা ১৮ টি বোমা বেনাপোলে যশোর বøাড ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বেনাপোল নোম্যান্সল্যান্ডে এপার বাংলা ওপার বাংলা সৌহার্দ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব

নদীখেকো খালেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিকদের উপর হামলার নিন্দা রিপোর্টার্স ইউনিটির বিবৃতি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮১ বার পঠিত

নদীখেকো খালেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে রিপোর্টার্স ইউনিটির বিবৃতি।

কক্সবাজার সংবাদদাতা: খরস্রোতা বাঁকখালী নদী দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন।

মঙ্গলবার সেই অভিযানের সংবাদ সংগ্রহ করতে গেলে আলোচিত নদীখেকো, নদী দখলদার তালিকায় শীর্ষে থাকা আব্দুল খালেক চেয়ারম্যান তার দলবল নিয়ে সাংবাদিকদের উপর ন্যাক্কার জনকভাবে হামলা চালায়।

এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়।
এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার।

সংগঠনের সভাপতি এইচএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওসমান গণির স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, খালেক চেয়ারম্যান বাঁকখালী নদীর একজন চিহ্নিত দখলদার। প্যারাবন কেটে নদীর বুকে সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। তার এই অপকর্ম তুলে ধরতে গিয়ে বিভিন্ন সময় সে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিল।

বার বার আইনের হাত থেকে রক্ষা পেয়ে খালেক চেয়ারম্যানের কালো হাত বেড়ে গেছে। তার এই কালো হাত থামানো না গেলে বাঁকখালী নদীর মতো ভবিষ্যতে আরো অনেক নদীর জায়গা গিলে খাবে।

তাই খালেক চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা।


শেয়ারঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ Dhaka Mail 24
Developed By UNIK BD