1. [email protected] : Dhaka Mail 24 : Dhaka Mail 24
  2. [email protected] : unikbd :
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল চেকপোষ্টে ভারতীয় ৫ নাগরিক ভ্রমণ কর ফাকি দিলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কোন এক অদৃশ্য কারনে বেনপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত বিজিবি কর্তৃক শার্শা সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক বেনাপোল স্থল বন্দরে কর্তব্যরত আর্মস পুলিশ সদস্য সুমন এর নামে চাঁদবাজির অভিযোগ শার্শার গোগা সীমান্ত থেকে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক হারিয়ে যাওয়া ভারতীয় প্রতিবন্ধী ব্যাক্তি দেড় বছর পর দেশে গেল বেনাপোল চেকপোষ্ট দিয়ে কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাঁটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রীপুর সেটেলমেন্ট অফিসার সুধীর চন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি করা মাছের মধ্যে থেকে প্রায় ৩ কোটি টাকার ৪০ টি স্বর্ণর বার উদ্ধার হিমালয়ের থেকে যে উচ্চতা হিমালয়ের থেকে যার হৃদয় প্রসারিত সেই মহান মানুষটির আজ জন্মদিন শুভ জন্মদিন —–আশরাফুল আলম লিটন

বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস এর স্বচ্ছতায় রাজস্ব আয় বৃদ্ধি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৫৯ বার পঠিত

আশানুর রহমান আশা

বেনাপোল স্থলবন্দর বেনাপোল চেকপোষ্ট এখন দালাল মুক্ত।সরকারী রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। যার ফলে এ পথে দিনদিন যাত্রীর সংখ্যা বহুগুনে বেড়েছে।কাষ্টমস সুপার শারমিন জাহান ও হাবিবুর রহমান যোগদানের সাথে সাথেই কাস্টমসের সুন্দর স্বচ্ছপরিবেশ ফিরে এসেছে ও রাজস্ব আয়ও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।।তার নির্দেশনায় কাষ্টমস ইন্সপেক্টর সেলিম হোসেন, এম এস মেজবাহ হাসান, সজীব, ইব্রাহীম ও নজরুল ইসলাম ,সহ অন্যান্য কাষ্টমস সদস্যগন কঠোর পরিশ্রমে যাত্রী সেবাদানে কাজ করে যাচ্ছেন। পাসপোর্ট যাত্রীরা যাতে দূর্ভোগে না পড়েন তার জন্য ল্যাগেজ বহির্ভুত পন্যের শুল্কআদায় কাজে নিরুপন ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কাষ্টমস কর্তাগন। পাসপোর্ট যাত্রীরা যাতে নিয়ম শৃংখলা ও সারীবদ্ধ ভাবে যেতে পারে তার জন্য নিয়োজিত রয়েছে কাষ্টমস কন্সটেবল ও আনসার সদস্যরা।

 

তারা সকাল থেকে সন্ধা অবধি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বলে সরেজমিনে লক্ষ্য করা গেছে। এদিকে কাষ্টমস অভ্যন্তরে পরিবেশ সুন্দর স্বচ্ছ থাকায় যাত্রীরা তাদের ব্যবহার যোগ্য পন্যসামগ্রী নি: সন্দেহ ভারত থেকে আনতে পারছে।ফলে প্রত্যেকদিন যাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।প্রত্যেকদিন ২ হাজার থেকে ৩ হাজার পাসপোর্ট যাত্রী ভারতে এ পথে গমন করছে। ভ্রমনকর ও শুল্ক আদায়ের কারনে প্রত্যেক দিন এ পথেই সরকারী রাজস্ব আয় হচ্ছে ১০ থেকে ১৫ লক্ষ টাকা। এ বিষয়ে বেনাপোল কাষ্টমস যুগ্ম কমিশনার আ:রশীদ মিয়া বলেন,আমার অক্লান্ত প্রচেষ্টায় কাষ্টমসের পরিবেশ ফিরে আনতে পেরেছি বলে সরকারী রাজস্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং যাত্রীরা যাতে কোন রকম হয়রানীর শিকার না হয় তার জন্য সব বিষয়ে আমি দিক নির্দেশনা প্রদান করেছি।আর বহিরাগতদের ঠেকাতে সার্বক্ষনিক আনসার সদস্য নিয়োগ করেছি। তবে স্বচ্ছতা ফিরিয়ে আনাতে স্থানীয় সচেতন মহল ও আপনাদের সহযোগিতা ছিল বলে মনে করি। চেকপোষ্ট কাষ্টমস সুপারদ্বয় বলেন,আমরা যুগ্মকমিশনার স্যারের নির্দেশনা পালন করতে বদ্ধপরিকর।যাতে আরো উত্তোরোত্তর পাসপোর্ট যাত্রী সংখ্যা বৃদ্ধি পায় তার সব ব্যবস্থাই আমরা করবো।

 

আশানুর রহমান আশা

বেনাপোল ০২/০৩/২৩

ফোন ০১৭৫৪ ৯৪৯৬০৪/০১৭৯০ ৮৭২৮২১


শেয়ারঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ Dhaka Mail 24
Developed By UNIK BD