গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের কাশিমপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় এক ভুয়া পুলিশকে আটক হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে লস্করচালা তিন রাস্তার মোড় এলাকায় অটোরিকশায় চাঁদাবাজিকালে তাঁকে আটক করা হয়।
আটককৃত ওই ভুয়া পুলিশের নাম মোঃ জাহাঙ্গীর মিয়া (২৭)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার বড়চারা গ্রামের বাসিন্দা।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল ইসলাম রাফি বিষয়টি নিশ্চিত কওে জানান, কাশিমপুর থানাধীন লস্করচালা তিন রাস্তার মোড় এলাকায় এক যুবক পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করছে। এ সময় খবর পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে তাঁকে আটক করা হয়।
আটককালে তাঁর কাছ থেকে পুলিশ লেখা একটি রিফ্লেকটিং ভেস্ট, শার্টের বাম হাতে চইও লোগো থাকা এক সেট পুলিশের পোষাক, একটি নেভি ব্লু কালারের পুলিশের প্যান্ট, একজোড়া অক্সফোর্ড সু, একটি কালো রঙের পুলিশের কাপড়ের বেল্ট, একটি মোবাইল ফোন, একটি ১২৫ সিসি মোটরসাইকেল, একটি বাংলাদেশ পুলিশের নেভি ব্লু রঙের হ্যাভারস্যাক ব্যাগ ও একটি প্লাস্টিকের খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।
আটক হওয়া জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দুই মাস আগে ওই এলাকায় বাসাভাড়া নেন। জাহাঙ্গীর বিভিন্ন রোডে পুলিশের ইউনিফর্ম পরে চেকপোস্ট বসিয়ে গাড়ি থেকে চাঁদা তুলতেন। তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply