আশানুর রহমান আশা-বেনাপোল সংবাদদাতা
বেনাপোল কাষ্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল বেনাপোল চেকপোষ্ট কাষ্টমসে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ২ শ ৩২ গ্রাম ওজনের ২ টি স্বর্ণের বার উদ্ধার করেন। মংগলবার (৭ মার্চ) সকাল ৭ টার দিকে মুন্সিগন্জের মো; হারুনের ছেলে জাহিদুল ইসলাম কে (৩৪) স্বর্ণ সহ আটক করা হয়। কাষ্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতগামী ওই যাত্রীর চলাফেরা সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে প্রথমেই স্বীকার করে স্বর্নের কথা।পরে তাকে ব্যাগ তল্লাশী করে কাগজে মোড়ানো ওই স্বর্ণ আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল শুল্কগুদামে জমা প্রদান করা হয়েছে। আইনবহির্ভুত হওয়ায় স্বর্নবহনকারীকে আটক করা সম্ভব হয়নি। আশানুর রহমান আশা বেনাপোল ০৭/৩/২৩ ০১৭৫৪৯৪৯৬০৪
Leave a Reply