বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে ঢাকা কোলকাতা গামী লিটন ট্রাভেলস নামে একটি বাসের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল চেকপোষ্টে অত্যাধুনিক যাত্রী সেবায় আরামদায়ক এই বাসটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আহসান উল্লাহ মাস্টার।
বাসটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,লিটন ট্রাভেলস পরিবহনের পরিচালক যশোর পৌর কমিশনার রিপন হোসেন, যশোর পৌর সভার কাউন্সিলার আজিজুর রহমান, বেনাপোল লিটন ট্রাভেলস এর দায়িত্বরত ব্যবস্থাপক আশাদুজ্জামান আশা, যশোর জেলা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর প্রচার সম্পাদক হারুন অর রশিদ ফুলু।
বেনাপোল কাউন্টার ম্যানেজার আশাদুজ্জামান আশা বলেন, অভাব অনটনের সংসারে ছোট বেলায় পড়াশুনায় এগুতে পারিনি ইচ্ছা থাকা সত্বেও। সে এই চেকপোষ্টে অনেক পরিশ্রম করে ভাগ্যের পরিবর্তন এনেছে। বেনাপোলে সীমান্তে অনেকে তাকে অর্থের লোভ দেখিয়ে চোরাচালানি কাজে ব্যবহার করতে চাইলেও পারেনি। কারন আমার বিশ্বাস ছিল আমি পরিশ্রম করলে সফলতা ধরা আমাকে দিতে হবে। সে সামান্য বেতনে এই চেকপোষ্টে দোকানে চাকুরী করে এক সময় পরিবহন জগতে ঢুকে যাত্রী সেবায় কাজ শুরু করে। এক সময় আস্তে আস্তে তার ভাগ্যের চাকাও খুলতে থাকে। সততা ও নিষ্ঠার সাথে যাত্রী সেবায় কাজ করায় সে এপর্যন্ত এগুতে পেরেছে। আজ আর কোন কষ্ট নেই। আজ সে দেশের অন্যতম অত্যাধুনিক একটি পরিবহন এর দায়িত্ব পেয়েছে। যে গাড়ি ঢাকা কোলকাতা চলবে।
এখন তার স্বপ্ন কি জানতে চাইলে সে বলে আমি অর্থের অভাবে লেখা পড়া শিখতে পারিনি। এখন তাতে দুঃথ নেই। তবে তার স্বপ্ন তিনটি সন্তানকে সে দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায়। তার বড় মেয়ে নর্দান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। এবং ছেলে দুইজন যশোর স্কুল ও কলেজে পড়াশুনা করছে। এছাড়া সে মানব সেবা করতে ও ভালবাসে বলে জানায়।
Leave a Reply