বেনাপোল প্রতিনিধিঃ
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীতে বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন প্রতিকৃতিতে ফুল দিয়ে,শ্রদ্ধা নিবেদন করেন। জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন, আলোচনা,কেককাটার মধ্যে দিয়ে উদযাপন করেন। তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম শুরু করে পরাজিত শক্তি সেই অর্থনৈতিক মুক্তি ব্যাহত করার জন্য বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র শুরু করে। তারই প্রেক্ষিতে ১৯৭৫ সালের ১৫ আগষ্টে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার নীল নকশা বাস্তবায়ন করে। যার ফলে একটানা ২১ বছর বাংলাদেশে তেমন কোন উন্নয়ন পরিলক্ষিত হয়নি।
মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, বেনাপোল পৌর সভার সাবেক মেয়র এবং বিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম লিটন।
প্রধান অতিথি আশরাফূল আলম লিটন বলেন,আজ ১৭ মার্চ। বাংলাদেশীদের জীবনে খুবই গুরুত্বপুর্ণ একটি দিন। এই মাসে আমাদের দেশের স্বাধীনতা ঘোষনা করা হয়। সে তো ১৯৭১ সালের ঘটনা। তবে এর আগে ১৯২০ সালে মার্চ মাসে বিশাল ঘটনা ঘটেছিল। সেদিন যদি এই ঘটনা না ঘটত তবে বাংলাদেশের ইতিহাস অন্য রকমের হতে পারত। ১৯২০ সালের ১৭ মার্চ ভারতীয় উপমহাদেশের তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমায় টঙ্গিপাড়া গ্রামে একটি শিশুর জন্ম হয়। সেই শিশু আমাদের জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান। তিনি বলেন এই শিশুটি জন্ম শুধু তার পরিবারের জন্য নয়। তার জন্ম সমগ্র জাতির জন্য । সেদিন যদি এই শিশুটির জন্ম না হতো তাহলে আমরা বাংলাদেশ নামের রাষ্ট্র আলাদা ভুখন্ড এবং লাল সবুজের পতাকা পেতাম না।
মেয়র লিটন বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালবাসতেন। তিনি শিশুদের নিয়ে চিন্তা করতেন কি ভাবে এদেশের শিশুদের ভালো লেখা পড়া ডাক্তার ইঞ্জিনিয়ার করে গড়ে তোলা যায়।একটি দেশের সম্পদ সে দেশের মানুষ। তবে তাদের ছোটবেলা থেকে ভালো ভাবে লেখা পড়া করে বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াতে হবে। এই ছিল জাতির জনকের চিন্তা।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইন্তাজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান ওয়াজেদ. মাহমুদা সুলতানা, সেলিনা খাতুন, জহুরা খাতুন, আঃ খালেক, আল-মামুন সাব্বির আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ।
মোঃ আনিছুর রহমান
বেনাপোল যশোর
০১৯১৬-৯১৯৩৬২
১৭/০৩/২৩
Leave a Reply