বেনাপোল প্রতিনিধিঃ
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যরা বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালের দিকে শার্শার অগ্রভুলাট সীমান্তে ২ স্বর্ণ পাচারকারী সহ ১ কেজি ১ শ ৬৭ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণ আটক করেন। আটককৃত আসামীরা হচ্ছেন, নড়াইল জেলার বাহির গ্রামের জায়েদ আলীর ছেলে মো জাফর আলী (৫২) ও চুয়াডাঙার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো নয়ন আলী (১৮)। খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, গোপন সংবাদে জানতে পারি দু ব্যক্তি বিপুল পরিমান স্বর্ণ শার্শার অগ্রভুলাট সীমান্ত দিয়ে ভারতে পাচার করবে। এ সময় অগ্রভুলোট বিওপি সদস্যরা টহল জোরদার করে সীমান্তের জামতলা নামক স্থানে গোপনীয়ভাবে অবস্থান নেন।পরে দুজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি জোয়ানরা তাদেরকে ধাওয়া করে আটক করে। তাদের দেহ তল্লাশীর এক পর্যায়ে পায়ের নিচে মোজা থেকে কসটেপ মোড়ানো বিশেষ লুকাইত স্বর্ণগুলো উদ্ধার করেন। আসামীরা ওই সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণগুলো পাচার করতে চেয়েছিল। স্বর্নের বাজার সিজার মূল্য ৯৬ ল ৫১ হাজার ৯০ টাকা। উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২৮ (আঠাশ) বারে ২৮ জন আসামীসহ সর্বমোট ৮২ কেজি ৮৭১ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৬৪,৯০,৯৬,১১০/- (চৌষট্টি কোটি নব্বই ল ছিয়ানব্বই হাজার একশত দশ) টাকা।
Leave a Reply