বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা নাজমুল হাসান পবিত্র রমজান উপলক্ষে অসহায় দরিদ্র মানুষ এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। রোববার বিকাল ৫ টার সময় শার্শা হাফেজিয়া মাদ্রাসা ও পানবুড়ি মাদ্রাসা এবং ওই এলাকার অসহায় দুস্থদের মাঝে এসব ইফতার সামগ্রীর প্যাকেট বিতারন করেন।
শার্শার আওয়ামী রাজনীতিতে তিনটি গ্রুপ রয়েছে। এর মধ্যে একটির সমর্থিত গ্রুপ যশোর-৮৫ (শার্শা-১ ) আসনের এমপি শেখ আফিল উদ্দিন এর। একটি বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন সমর্থিত। এবং অন্যটি কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসানের। বর্তমানে রমজান মাসে অন্য দুই নেতাকে সম্প্রতি মাঠে ময়দানে না দেখা গেলেও দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন যুব নেতা নাজমুল। তিনি শার্শায় পবিত্র রমজান মাসে প্রতিটি ইউনিয়নে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করবেন অসহায় দরিদ্র মানষের মাঝে বলে প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগের আহবায়ক শহিদুজ্জামান বিটন, আওয়ামী নেতা বাবলুর রহমান, বাদল হোসেন শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা প্রমুখ।
Leave a Reply