বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল পোর্টথানা পুলিশ বিভিন্ন স্থানে সাঁড়াশী অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১২ জন আসামী সহ ২ জন মাদকদ্রব্য বহনকারী আসামীদেরকে আটক করেছে।
শুক্রবার (৭ এপ্রিল) ভোরে এসব আসামীদেরকে আটক করা হয়।
আসামীরা হচ্ছেন, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের হারুন-অর রশীদের ছেলে মো: রানা (২২),গাজীপুর গ্রামের মৃত তনু মোড়লের ছেলে সামছুর রহমান (৪৯),সাদীপুর গ্রামের অহিদুল্লাহর ছেলে বুনো আক্তার (২৫),দৌলতপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে বিল্লাল (২৩), সরবাংহুদা গ্রামের সামছুদ্দিনের ছেলে আনিছুর (৪৫),গাতিপাড়া গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে ইনছান আলী (২৪), ভবেরবেড় গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী হনুফা বেগম (৫৫),ভবেরবেড় গ্রামের শুকুর আলীর ছেলে মইনউদ্দিন (১৮),ভাবের বেড় গ্রামের আইয়ুব আলীর ছেলে ইমরান হোসেন(২৫), কাগমারী গ্রামের সামছুর রহমানের ছেলে রহমত আলী (৪৮),ছোটআচড়া গ্রামের আবুল কাসেমের ছেলে আ:হাকিম (৫৫),ভবের গ্রামের কাদের মোল্যার ছেলে আসলাম মোল্যা (৫৫),বড় আচড়া গ্রামের ইউছুপ আলীর ছেলে আবুবকর সিদ্দিক (২৫), ও দনি বারোপোতা গ্রামের ইসমাইলের ছেলে জাহিদ হাসান (৩৫), এদের সবার বাড়ি যশোর জেলায়। আসামীদের মধ্যে দুজনকে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে আটক করা হয়।
আটকের বিষয়টি বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কামাল হোসেন ভুঁইয়া নিশ্চিত করে বলেন আসামীদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply