আটককৃতরা হলো, কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার নাচিন্দা গ্রামের মোঃ মোজাফর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০) ও রংপুর জেলার পীরগাছা থানার রামচন্দ্র গ্রামের মোঃ হাসান আলীর ছেলে রাকিব হাসান (২৮)। তাঁরা দু’জনই কোনাবাড়ি আমবাগ এলাকায় বাসাভাড়া নিয়ে মাদক ব্যবসা করতো।
কোনাবাড়ি থানার ডিউটি অফিসার (এএসআই) মোঃ এখলাছ উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দুপুরের দিকে তাঁদের গাজীপুর মেট্রোপলিটন আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার সকালে (জিএমপি) কোনাবাড়ি থানাধীন আমবাগ পলাশ মিষ্টান্ন ভান্ডার দোকানের সামনে থেকে নয় বোতল বিদেশি মৎসহ তাঁদের আটক করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে কোনাবাড়ির আমবাগ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ি থানা পুলিশ তাঁদের আটক করে।
Leave a Reply