বেনাপোল প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের হিসাবে এবং মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে শার্শার উলাশী ইউনিয়ন যুবলীগ নেতা শরিফুজ্জামান (৩৩) ও তার পিতা বজলুর রহমান (৫৮) কে বেধড়ক মারপিট করে রক্তাক্ত যখম করেছে ওই ইউনিয়নের জামাত কর্মীরা। আহত শরীফুজ্জামান বর্তমানে শার্শা উপজেলা বুরুজ বাগান স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধিন আছে। এ বিষয় শার্শা থানায় ৬ জনকে আসামি করে এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের হয়েছে। গত ১৪ তারিখ রাত্রে এ ঘটনা ঘটে।
আহত শরিফুজ্জামান শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন এর কাসিয়াডাঙ্গা গ্রামের বজলুর রহমান এর ছেলে এবং তার পিতা একই গ্রামের মৃত সুন্নত মন্ডল এর ছেলে।
আসামিরা হলোঃ কাসিয়াডাঙ্গা গ্রামের মুছা মন্ডল এর ছেলে আশরাফুল ইসলাম (৫০) একই গ্রামের মোজাম মন্ডল এর ছেলে জয়নাল (৫০) আশরাফুল ইসলাম এর ছেলে হাফিজুর রহমান (৩০) রমজান মন্ডল এর ছেলে আকবর আলী (৩৫) আব্দুল আজিজ এর ছেলে রুহুল কুদ্দুস (৩০) হারেজ মন্ডল এর ছেলে সুলতান মন্ডল (৬০)।
এ বিষয় শার্শা থানায় অভিযোগকারী বজলুর রহমান বলেন,১৪/০৪/২৩ ইং তারিখে আমি নিজ গ্রাম কাসিয়াডাঙ্গা বায়তুল ফালাহ জামে মসজিদে তারাবি নামাজ পড়তে যাই। তারাবির আগে আসামি রুহুল কুদ্দুস বলে আগে নফল নামাজ পড়তে। তখন আমি বলি তারাবির পর যার যার মত নফল নামাজ পড়ে নিব। এ নিয়ে আমার সাথে তারা বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে এক পর্যায় আমাকে মসজিদ থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেয় উল্লেখিত আসামিরা। নামাজ শেষে ওই সকল আসামিরা আমার বাড়ির সামনে দেশীয় অস্ত্র রড, লাঠি, দা নিয়ে এসে গালাগালি করতে থাকে। আমি তাদের রমজান মাস উপলক্ষে গালাগালি করতে নিশেধ করায় আমাকে মারপিট করতে থাকে। এসময় আমার ছেলে শরীফ আমাকে ঠেকাতে আসলে তাকে লোহার রড দিয়ে ও দা দিয়ে কুপিয়ে চলে যায় সন্ত্রাসীরা। এরা উলাশী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান এর পোষ্য বাহিনীর সদস্য।
ওই গ্রামের তৌফিকুজ্জামান বলেন, আসামিরা শার্শার সন্ত্রাসের ত্রাস সাবেক চেয়ারম্যান সদস্য। এরা সকলে জামাত এর রাজনীতির সাথে জড়িত। আর জামাতের অর্থ দাতা হচ্ছে রুহুল কুদ্দুস। সে গ্রাম থেকে চাঁদাও কালেকশন করে থাকে জামাত এর রাজনীতির জন্য।
এ বিষয় শার্শা থানার ওসি আকিকুর রহমান বলেন, কাসিয়াডাঙ্গা গ্রামের মারামারির ঘটনা নিয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply