আওয়ামী লীগ দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের নির্দেশে ওই বিশেষ টিম গঠন করা হয়েছে।
এতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীলর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে প্রধান দল নেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিকে সমন্বয়কারী এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপিকে উপদেষ্টা করে ২৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার এবং আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশেই এসব দলীয় কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। তাই নির্বাচন কমিশনারের আচারণ বিধি মেনেই আমরা নৌকার পক্ষে নির্বাচন পরিচালনা করবো।
এ কমিটির অন্যান্য সদস্য হলেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, অ্যাড. কামরুল ইসলাম এমপি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিমিন হোসেন রিমি এমপি, এস. এম কামাল হোসেন, অ্যাড. নজিবুল্লাহ হিরু, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ড. আবদুস সোবহান গোলাপ এমপি, জাহানারা বেগম মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, অ্যাড. মৃনাল কান্তি দাস এমপি, দেলোয়ার হোসেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বেগম শামসুন নাহার শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক আওয়ামী লীগ, মো. সিদ্দিকুর রহমান, শ্রী অসীম কুমার উকিল এমপি, সৈয়দ আবদুল আউয়াল শামীম, সায়েদ খান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, অ্যাডভোকেট তারানা হালিম, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাইদ খোন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও নির্মল কুমার চ্যাটার্জি।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের ২৪-জন নেতৃবৃন্দকে নির্বাচনী প্রচারণায় এলাকা ভিত্তিক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের পক্ষে নির্বাচনীয় কর্মকান্ড পরিচালনা করবেন।
আগামি ৯ মে দলীয় প্রতীক বরাদ্দ পেলে কেন্দ্রীয় এসব নেতৃবৃন্দরা ওয়ার্ড ভিত্তিক এ দায়িত্ব পালন করবেন। রিপোর্ট এম রানা।
Leave a Reply