আশানুর রহমান আশা, বেনাপোল প্রতিনিধিঃ
সোমবার(২৯ মে) সকাল ৯টার দিকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন হতে ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর পায়ু পথ হতে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা।যার ওজন ২ কেজি ৩ শ ২০ গ্রাম।আনুমানিক বাজার মুল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
আটককৃত পাসপোর্ট যাত্রীরা হলোঃ গোপালগঞ্জ জেলার মুকসুদ পুর থানার আমজেদ মোল্যার ছেলে রনি আহম্মেদ (৪৪) ফরিদপুর জেলার নগরকান্দা থানার মোশারফ হোসেন এর ছেলে মোঃ হাবিব (৩৬) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার শহিদ মোল্যার ছেলে মহিউদ্দিন (৩৬)।
বেনাপোল কাষ্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান,সোমবার সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে প্রবেশ করে। ইমিগ্রেশন অভ্যন্তরে তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক দেখা দিলে সেখানে ডিউটিরত কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঐ তিন পাসপোর্ট যাত্রীকে তল্লাশী করার জন্য ইমিগ্রেশনে অবস্থিত কাষ্টমস তল্লাশী কেন্দ্রে তাদেরকে নিয়ে যায়।
বেনাপোল কাষ্টমস গোয়েন্দা শাখার অফিসার আব্দুর রহিম তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তল্লাশী পরিচালনা করার সময় সেখানে উপস্থিত ছিলেন শুল্ক গোয়েন্দা মো: সোলায়মান, রাশেদুল, জাহাঙ্গীর ও আব্দুল হাদি। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে ঐ ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর পায়ু পথ হতে ২০পিস স্বর্ণের বার উদ্ধার করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
আসামী ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের ল্েয তাদেরকে স্বর্ণ পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
Leave a Reply