1. [email protected] : Dhaka Mail 24 : Dhaka Mail 24
  2. [email protected] : unikbd :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর সিটির নতুন পরিষদের সভায় কিরণের দুর্নীতির তদন্তের সিদ্ধান্ত গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের দুর্নীতি, অনুমোদন ছাড়াই হাজার কোটি টাকার সহ্রাধিক প্রকল্প বেনাপোলে পৃথক অভিযানে ২০৯ বোতল ফেনসিডিল সহ আটক-১ বেনাপোলে সব গোয়েন্দা সংস্থার নজরদারি থাকা সত্বেও বোমা মজুদ থেমে নেই বেনাপোল স্থল বন্দর এলাকা থেকে একদিনের ব্যবধানে আবারো ২৩ বোমা উদ্ধার বেনাপোলে বোমা মজুদ রাখার অভিযোগে শ্রমিক সর্দার বাদল আটক আযুর্বেদিক প্রতিষ্ঠান আয়ুশ লিঃ এর মালিক মোস্তফা ও তার স্ত্রী কারাগারে বেনাপোল বন্দর এলাকায় মাটির নিচে থেকে উদ্ধার হলো তাজা ১৮ টি বোমা বেনাপোলে যশোর বøাড ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বেনাপোল নোম্যান্সল্যান্ডে এপার বাংলা ওপার বাংলা সৌহার্দ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব

পেশী শক্তি ও কালোটাকার প্রভাব খাটিয়ে নির্বাচন করা যাবে না ———-ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১০৫ বার পঠিত

মোঃ আনিছুর রহমান বেনাপোল থেকেঃ
পেশী শক্তি ও কালোটাকার প্রভাব খাটিয়ে নির্বাচন করা যাবে না। নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছ। কেউ আঙ্গুলী দিয়ে যাতে দেখাতে না পারে নির্বাচন সুষ্টু হয়নি। সেই লক্ষে নির্বাচন কমিশন ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। সকল রাজনৈতিক দল এবং সতন্ত্র প্রার্থীদের সমঝোতা হলে এবং নিরপেক্ষ নির্বাচনে যে জয়লাভ করবে তাকে মেনে নিতে হবে এমন মনোভাব প্রার্থীদের মধ্যে থাকলে নির্বাচন কমিশন এর কাজ করতে সুবিধা হয়।বেনাপোল পৌর সভার নির্বাচন উপলক্ষে এমনটি আশাবাদ ব্যাক্ত করে বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অবঃ)।

মঙ্গলবার(২৭ জুন) বেলা ১২ দিকে “সিনিয়র জেলা নির্বাচন অফিস, যশোর এবং শার্শা উপজেলা প্রশাসন”এর উদ্যোগে শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বেনাপোল পৌরসভা সাধারণ নির্বাচন-২০২৩ উপলে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মোঃ তমিজুল ইসলাম খান,জেলা প্রশাসক,যশোর।

প্রধান অতিথি ইসি আহসান হাবিব উপস্থিত প্রার্থীদের প্রশ্নের জবাবে আরও বলেন, সুষ্ঠ কিংবা গ্রহণযোগ্য নির্বাচনের েেত্র নিন্মোক্ত প্রতিব্ন্ধকতাগুলো দুর করা প্রয়োজন যেমন- ইভিএম(ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) সম্পর্কে ভোটারদেরকে ভূলভাল ধারনা দেওয়া থেকে বিরত থাকা, অর্থ ও পেশিশক্তির নিয়ন্ত্রণ, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা, সব দলের নির্বাচনী আচরণবিধি অনুসরণ করানো, প্রার্থীদের নির্বাচনী প্রচারনার েেত্র নির্বাচনী আইন বিধি মেনে চলতে বাধ্য করা, জাল ভোট বা ভোটকেন্দ্র দখল বা ব্যালট ছিনতাই রোধ, প্রার্থী বা এজেন্ট বা ভোটারদের অবাধে ভোটকেন্দ্রে আসা, ভোটারদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিণ প্রদান, বহিরাগত ঠেকাতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্য নিয়োগ, নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ এবং নিরপে পর্যবেকের ব্যবস্থা রাখা ইত্যাদী।

বেনাপোল পৌরসভা নির্বাচনের কথা উল্লেখ করে ইসি বলেন,”২০০৬ ইং সনে বেনাপোল পৌরসভা গঠন হওয়ার পর থেকে ২০১১ ইং সালের ১৩ জানুয়ারী বেনাপোল পৌর সভায় প্রথম নির্বাচনী ভোট অনুষ্ঠিত হয়। সীমানা সংক্রান্ত মামলার জটিলতার কারনে সেখানে আর ভোট হয়নি। দীর্ঘদিন ভোট না হওয়ার কারনে সেখানে প-েবিপে টান টান উত্তেজনা থাকতে পারে। তবে, নির্বাচনী সকল প্রতিবন্ধকতা দুর করে আগামী ১৭ এপ্রিল/২০২৩ আমরা বেনাপোল পৌরসভার নির্বাচন কার্যকর করতে যাচ্ছি। এ বিষয়ে আমরা বেনাপোল পৌরসভার সাধারণ ভোটার এবং সকল নির্বাচনী প্রতিদ্বন্ধি প্রার্থীদের আন্তরিক সহযোগীতা কামনা করি”।

মতবিনিময় সভায় অতিথিদের মঞ্চে উপস্থিত ছিলেন-প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম(বার),পিপিএম,পুলিশ সুপার,যশোর,মোঃ হুমায়ুন কবির,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,খুলনা অঞ্চল,খুলনা,শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) নারায়ণ চন্দ্র পাল,উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা ইসলাম,সহকারী কমিশনার(ভূমি),শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আকিকুল ইসলাম,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া,শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল(ভারপ্রাপ্ত)।

অনুষ্ঠানে ৩(তিন) জন মেয়র প্রার্থী যথাক্রমে-১। মোঃ নাসির উদ্দিন(নৌকা মার্কা),মফিজুর রহমান সজন(মোবাইল ফোন মার্কা) এবং ফারুখ হোসেন উজ্জল(জগ মার্কা)। ০৯ টি ওয়ার্ডের ৪৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরতি মহিলা আসনে ১৫ জন কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইসি দীর্ঘ সময় ধরে প্রার্থীদের সকল অভিযোগ,অনুযোগ গুরুত্ব সহকারে শোনেন এবং নির্বাচনী আচরন বিধি সম্পর্কিত সকল বিষয়ের উপর বিভিন্ন দিকনির্দেশনা মেনে চলার জন্য প্রার্থীদের সতর্ক করে দেন।

 


শেয়ারঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ Dhaka Mail 24
Developed By UNIK BD