গাজীপুর মহানগর সদর থানা পুলিশ পরিদর্শক মহিউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহতের নাম মোমেন শেখ (৫০)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানী গ্রামের ওসমন আলী শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মোমেন শেখ শুক্রবার ভোরে গাজীপুরের চান্দনা চৌরাস্তার আড়ৎ থেকে ফল কিনে অটোরিকশা যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন । এসময় হানকাটা ব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে একটি পিকআপে থাকা ৪-৫ জন যুবক তাকে বহন করা অটোরিকশাটির পথরোধ করে। পরে ওই যুবকরা ব্যবসায়ীর কাছে টাকা দাবী করে করে। টাকা দিতে রাজী না হওয়ায় লোহার ধারাল রড দিয়ে মোমেনের বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানায়।
নিহতের পরিবার জানায়, মোমেন গাজীপুর চৌরাস্তা আড়ৎ থেকে ফল কিনে ভ্যানে করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো । প্রতিদিনের মত শুক্রবার ভোর ৪টার দিকে টাকা নিয়ে ফল কিনতে বের হন। বিষয়টি হয়তো ছিনতাইকারী চক্ররা কোনোভাবে আগে থেকেই জানতে পেরেছিলো। মারা যাওয়ার পর হিতের কোমরে টাকা বাঁধা ছিলো।
গাজীপুর মহানগর পুলিশ পরিদর্শক মহিউদ্দিন আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply