শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেত্রকোনা জেলার মদন থানার বর খাউরিয়া গ্রামের মোহাম্মদ আবুল মিয়ার কন্যা, বিপাশা আক্তার রোজিনা (১৯), সিরাজগঞ্জ সদর থানার বাহুকা গ্রামের মোহাম্মদ আলেপ হোসেনের কন্যা আশা মনি (১৮)।
নিহতরা নগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় স্বামীর সঙ্গে বাসাভাড়া নিয়ে থাকতেন। বিপাশার ১১ মাসের একটি সন্তান ও আশা মনির ১৯ মাসের একটি সন্তান রয়েছে।
বিষয়টি কোনাবাড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান লিটন নিশ্চিত করেছেন। জানা গেছে, চাকুরির জন্য শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে নিহত দুই শ্রমিক বাইমাইল কাশেম ল্যাম্প লিঃ এর গেটের সামনে আসেন।
এসময় উত্তর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঢাকা মেট্রো -ড- ১৪-৪৯৮৬ ট্রাকের হেলপার মোঃ সবুজ (১৪) ড্রাইভিং শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কারখানার গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এসময় ওই দুই শ্রমিক কারখানার গেটে দাঁড়ানো ছিল।
ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনা স্থলে মৃত্যু হয় বিপাশার। অপর দিকে গুরুতর আহত হন আশা মনি।
আশা মনিকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কোনাবাড়ি পপুলার হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নিলে চিকিৎসাধীন অবস্থায় আশা মনির মৃত্যু হয়।
কোনাবাড়ি থানার এসআই লিটন জানান, খবর ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতল রিপোর্ট প্রস্তুুত করেন। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ ট্রাকটি আটক করা হয়েছে। হেলপার এবং ট্রাকের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply