বেনাপোল প্রতিনিধিঃ
২৬ শে জুলাই রোজ বুধবার বাংলাদেশের সব চেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে সৃজনশীল সাহিত্যঘর ও নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫ ম বারের মত বৃক্ষ রোপন কর্মসূচি আয়োজন করা হয় ।এ সময় গাছের চারা হাতে নিয়ে র্যালি করা হয়। উক্ত র্যালিটি মেয়র মার্কেটের সামনে থেকে বাহাদুরপুর রোড প্রদক্ষিন করে মেয়র মার্কেটের সামনে ফিরে আসে।সেখান থেকে গাছের চারা বিতরণ করা হয়।সৃজনশীল সাহিত্যঘরের সভাপতি নূরজাহান নীরার সভাপতিত্বে উক্ত আয়োজনে বেনাপোলের বিভিন্ন সমাজ সেবক ও শ্রদ্ধেয় গুণীজন উপস্থিত ছিলেন।র্যালি শেষে বৃক্ষরোপনের নানান সুবিধা নিয়ে আলোচনা করেন সাংবাদিক আনিছুর রহমান,মোঃ ইসরাইল হোসেন, মেঘনা লাইফ ইনস্যুরেন্সের এজিএম হাসানুজ্জামান, কবি রকি মাহমুদ,সাবেক উইপি সদস্য সাকের আহমেদ, ,ডাঃ রেজাউল করিম, মো: মিলন মিয়া, মো:নাজমুল হোসেন,মো:মিনাজুল ইসলাম, মো:সোহেল রানা,মোঃ আব্দুল্লাহ। আরও উপস্থিত ছিলেন আঃ হামিদ,সাগর আহমেদ,কলিমউদ্দিন,আল আমিন ও মিশরাত জাহান পাথার।পরিবেশের জন্য গাছের উপকারীতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সৃজনশীল সাহিত্যঘরের সভাপতি নূরজাহান নীরা বলেন গাছ আমাদের পরম বন্ধু। গাছ যেমন অক্সিজেন দিয়ে পরিবেশ শীতল রাখেন, তেমনি বায়ুমন্ডলের কার্বনডাইঅক্সাইড গ্রহন করে বায়ুদূষণ মুক্ত করে।মাটির ক্ষয় রোধ করে, খরা,জলোচ্ছাস,বন্যা,অতিবৃষ্টি ও বজ্রপাতের মত বিভিন্ন প্রকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। বেশি বেশি গাছ থাকলে পাখির বাসস্থান তৈরী হবে।আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।তাই আমাদের সবার উচিত গাছ লাগানো।
বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেন তিনি।সকাল ১১.৩০ মিনিট এ শুরু হয় ১২.৩০ মিনিটে আয়োজনটি শেষ হয়।আয়োজনে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজনটি শেষ করেন নূরজাহান নীরা।
মোঃ আনিছুর রহমান
বেনাপোল যশোর
০১৯১৬৯১৯৩৬২
২৭/০৭/২৩
Leave a Reply