বেনাপোল প্রতিনিধিঃ
পুর্বশত্রুতার জের ধরে শার্শায় আওয়ামীলীগ কর্মী রবিউল হোসেনকে (৫০) কুপিয়ে রক্তাক্ত যখম করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা ৪ টার সময় তাকে শার্শার বহিলাপোতা গ্রামের সাদ্দাম ও জুয়েল নামে দুই সহদর ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে যখম করে। আহত রবিউল শার্শার বুরুজবাগান স্বাস্থ কেন্দ্রে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে শার্শা থানায় দুইজনকে আসামি করে অভিযোগ দায়ের হয়েছে।
আহত রবিউল শার্শা থানার বহিলাপোতা গ্রামের আব্দুল ্আজিজ এর ছেলে। এবং বিএনপির ওই দুবৃত্তরা হলো একই গ্রামের জয়নাল মাষ্টার এর ছেলে সাদ্দাম (৩৯) ও জুয়েল (৪৫)।
আহত রবিউল এর স্ত্রী হাসনা হেনা বলেন, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা সমর্থকদের সাথে গতবছর চেয়ারম্যান নির্বাচন এর সময় সময় বিএনপির সন্ত্রাসী জুয়েল ও সাদ্দাম এর গন্ডগোল হয়। নৌকা মার্কার প্রার্থী আনোয়ারার সমর্থকদের পক্ষে রবিউল সাক্ষি হওয়ার অপরাধে তাবে বার বার হুমকি প্রদান করে। এরপর গত রোববার বিকালে বহিলাপোতা আমিনুর রহমান এর দোকানে বসা থাকা অবস্থ্য়া ওই দুই সন্ত্রাসী দা, ও চাইনিজ কোড়াল দিয়ে বেধড়ক কুপিয়ে রক্তাক্ত যখম করে রবিউলকে।
সরেজমিনে নাভারন বুরুজ বাগান স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় রবিউলকে বুকে পিঠে হাতে ও পায়ে কুপিয়ে মারাত্নক রক্তাক্ত যখম করেছে। রবিউল বলেন আমি আওয়ামীলীগের একজন কর্মী। ছোট বেলা থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পক্ত। এলাকায় আওয়ামীলীগের অন্য একটি গ্রুপের ছত্র ছায়ায় থেকে দীর্ঘদিন যাবৎ বিএনপির ওই দুই সহদর সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। তারা বিএনপির ক্যাডার হলেও লালন পালন করে স্থানীয় আওয়ামীলীগের একটি গ্রুপ। আর এদের দ্বারা নির্যাতিত হচ্ছে আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মীরা।
এ বিষয় র্শ্শাা থানার ওসি আকিকুর রহমান বলেন, বহিলাপোতার মারামারির ঘটনায় দুইজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছে রবিউল ইসলাম। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply