এর আগে তিনি দৈনিক যুগান্তর ও বৈশাখী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রুহুল কবীর রিজভি, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ফজলুলহক মিলন সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর প্রেস ক্লাব, গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকল সাংবাদিগণ শোক প্রকাশ করেছেন।
এদিকে গাজীপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওড়ে বেড়াতে যাওয়ার পথে মাইক্রোবাসের চাকা ফেটে দুর্ঘটনায় দুইজন নিহত ও ৫ জন হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার বাইমাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী সদর থানার দারোয়ানী গ্রামের রাশিদুল ইসলামের ছেলে মো. শাহ আলম (৩০)। অপরজন মানিকগঞ্জর ঘিওর থানার হেলাচিয়া গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে জুয়েল মিয়া (৩২)। হতাহতদের সবাই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার মেকানিক্যাল পদে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪ জন শ্রমিক-কর্মচারী একটি বড় মাইক্রোবাস ভাড়া করে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের নিকলী হাওড়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন।
সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির বাইমাইল এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় সামনের চাকা ফেটে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খায়।
এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেওয়ার পথে জুয়েল মারা যান। দুর্ঘটনায় আরো ৫জন আহত হয়েছেন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে কোনাবাড়ি থানার পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কোনাবাড়ি থানার এসআই আবুল কাশেম জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছে। মাইক্রোবাসটি আটক করা হয়েছে।
Leave a Reply