শার্শা শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন
বেনাপোল প্রতিনিধিঃ
যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এর নির্দেশনায় সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা দোয়া ও কেক কেটে এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সারোয়ার , কোষাধ্যাক্ষ খোদাবক্স, বেনাপোল ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশাদুজ্জামান আশা, ।
বক্তারা বলেন ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রাম জন্মগ্রহন করেন। শেখ কামাল ছিলেন একজন ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর কার্যকরি সদস্য জাকির হোসেন আলম।
Leave a Reply