1. [email protected] : Dhaka Mail 24 : Dhaka Mail 24
  2. [email protected] : unikbd :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর সিটির নতুন পরিষদের সভায় কিরণের দুর্নীতির তদন্তের সিদ্ধান্ত গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের দুর্নীতি, অনুমোদন ছাড়াই হাজার কোটি টাকার সহ্রাধিক প্রকল্প বেনাপোলে পৃথক অভিযানে ২০৯ বোতল ফেনসিডিল সহ আটক-১ বেনাপোলে সব গোয়েন্দা সংস্থার নজরদারি থাকা সত্বেও বোমা মজুদ থেমে নেই বেনাপোল স্থল বন্দর এলাকা থেকে একদিনের ব্যবধানে আবারো ২৩ বোমা উদ্ধার বেনাপোলে বোমা মজুদ রাখার অভিযোগে শ্রমিক সর্দার বাদল আটক আযুর্বেদিক প্রতিষ্ঠান আয়ুশ লিঃ এর মালিক মোস্তফা ও তার স্ত্রী কারাগারে বেনাপোল বন্দর এলাকায় মাটির নিচে থেকে উদ্ধার হলো তাজা ১৮ টি বোমা বেনাপোলে যশোর বøাড ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বেনাপোল নোম্যান্সল্যান্ডে এপার বাংলা ওপার বাংলা সৌহার্দ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব

আমেরিকায় যম যম সুপার সপে পাওয়া যাচ্ছে স্বল্প মুল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সকল পণ্য

  • প্রকাশিতঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

জাহিদ ইসলামঃ
বাংলাদেশর সন্মান মর্যদা অটুট রাখার জন্য আমেরিকার জর্জিয়ায় স্বল্প মুল্যে যম যম সুপার মার্কেট নামে একটি সুপার মলের উদ্ভোধন হয়েছে। আমেরিকায় বসবাসরত বাঙালিদের কথা ভেবে নিহ্য মুল্যে এই সুপার সপটি চালূ করেছে ওই দেশে কর্মরত তরুনরা।

সুপার সপের সুপারভাইজার জাহিদ ইসলাম জানান, আমাদের বাংলাদেশের অনেক মানুষ আমেরিকায় বসবাস করে। আমরা তাদের কথা ভেবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে টাটকা শাক শবজি মাছ, মাংশ, আটা ময়দা, সুজি, চাল ডাল সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য অত্যান্ত স্বল্প মুল্যে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রেখে সামান্য মুনাফায় বিক্রয় করে থাকি। এখানে সকল পণ্যর গুনগত মানও অত্যান্ত ভাল এবং মেয়াদউত্তীর্ন কোন পণ্য বিক্রয় করা হয় না। সেদিকে নজর রাখা হয়।

তিনি আরো বলেন, নগদ সহ ক্রেডিট কার্ডের মাধ্যেমেও বিক্রয় করা হয়। এখানে রয়েছে অত্যান্ত ভালো মানের স্যাম্পু, কসমেটিক্স পণ্য। যার গুনগত মান আমেরিকার বড় বড় সুপার সপের পণ্যর সমকক্ষ। অত্যান্ত পরিচ্ছন্ন এবং স্বাস্থ্য সন্মত সকল খাদ্যদ্রব্য ভোক্তাদের কাছে সরবরাহ করা হয়। আমরা আশা করি আমাদের দেশের আমেরিকায় বসবাস রত ভাই বোন সহ অন্যান্য দেশের ভোক্তাদের কাছে খুব দ্রুত এটা গ্রহন যোগ্য এবং আকর্ষনীয় একটি সুপার মলে পৌছে যাবে।


শেয়ারঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ Dhaka Mail 24
Developed By UNIK BD