জাহিদ ইসলামঃ
বাংলাদেশর সন্মান মর্যদা অটুট রাখার জন্য আমেরিকার জর্জিয়ায় স্বল্প মুল্যে যম যম সুপার মার্কেট নামে একটি সুপার মলের উদ্ভোধন হয়েছে। আমেরিকায় বসবাসরত বাঙালিদের কথা ভেবে নিহ্য মুল্যে এই সুপার সপটি চালূ করেছে ওই দেশে কর্মরত তরুনরা।
সুপার সপের সুপারভাইজার জাহিদ ইসলাম জানান, আমাদের বাংলাদেশের অনেক মানুষ আমেরিকায় বসবাস করে। আমরা তাদের কথা ভেবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে টাটকা শাক শবজি মাছ, মাংশ, আটা ময়দা, সুজি, চাল ডাল সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য অত্যান্ত স্বল্প মুল্যে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রেখে সামান্য মুনাফায় বিক্রয় করে থাকি। এখানে সকল পণ্যর গুনগত মানও অত্যান্ত ভাল এবং মেয়াদউত্তীর্ন কোন পণ্য বিক্রয় করা হয় না। সেদিকে নজর রাখা হয়।
তিনি আরো বলেন, নগদ সহ ক্রেডিট কার্ডের মাধ্যেমেও বিক্রয় করা হয়। এখানে রয়েছে অত্যান্ত ভালো মানের স্যাম্পু, কসমেটিক্স পণ্য। যার গুনগত মান আমেরিকার বড় বড় সুপার সপের পণ্যর সমকক্ষ। অত্যান্ত পরিচ্ছন্ন এবং স্বাস্থ্য সন্মত সকল খাদ্যদ্রব্য ভোক্তাদের কাছে সরবরাহ করা হয়। আমরা আশা করি আমাদের দেশের আমেরিকায় বসবাস রত ভাই বোন সহ অন্যান্য দেশের ভোক্তাদের কাছে খুব দ্রুত এটা গ্রহন যোগ্য এবং আকর্ষনীয় একটি সুপার মলে পৌছে যাবে।
Leave a Reply