বেনাপোল প্রতিনিধিঃ
যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এর নির্দেশনায় বেনাপোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া আলোচনা ও কেককাটার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রচারনা সম্পাদক ইলিয়াছ আযম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি আহসান উল্লাহ মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মন্ডল, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাধন কুমার বেনাপোল পৌর সভার সাবেক প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, আওয়ামী নেতা মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের আজ ৯৩ তম জন্মদিন। তিনি তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি বঙ্গবন্ধুকে দেশ সংগ্রামের পিছনে সাহস ও উৎসাহ দিয়েছেন। বিশেষ করে ঐতিহাসিক ৭ মার্চ ভাষনে বঙ্গমাতার অনুপ্রেরণা ছিল এক বিরল ইতিহাস। জাতির জনক জীবনের ১৪ টি বছর জেল খেটেছেন তার মধ্যে দিয়ে ছেলে মেয়ে সংসার সামলিয়েছেন এই মহিয়সী নারী। বাংলার মানুষের জন্য এই পরিবারটি লড়াই সংগ্রাম করে ১৯৭১ সালের ডিসেম্বরে পাকিস্তানী হানারদারদের হাত থেকে বিজয় ছিনিয়ে এনেছিল। আর সেই সংগ্রামী পরিবারকে অবশেষে ১৯৭৫ সনের ১৫ আগষ্ট স্ব-পরিবারে নির্মম ভাবে হত্যা করা হলো। ত্রাই ভিতর ছিল বঙ্গমাতা আজকের প্রধান মন্ত্রী শেখ হাসিনার মাতা জাতির জনকের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব।
Leave a Reply