1. [email protected] : Dhaka Mail 24 : Dhaka Mail 24
  2. [email protected] : unikbd :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর সিটির নতুন পরিষদের সভায় কিরণের দুর্নীতির তদন্তের সিদ্ধান্ত গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের দুর্নীতি, অনুমোদন ছাড়াই হাজার কোটি টাকার সহ্রাধিক প্রকল্প বেনাপোলে পৃথক অভিযানে ২০৯ বোতল ফেনসিডিল সহ আটক-১ বেনাপোলে সব গোয়েন্দা সংস্থার নজরদারি থাকা সত্বেও বোমা মজুদ থেমে নেই বেনাপোল স্থল বন্দর এলাকা থেকে একদিনের ব্যবধানে আবারো ২৩ বোমা উদ্ধার বেনাপোলে বোমা মজুদ রাখার অভিযোগে শ্রমিক সর্দার বাদল আটক আযুর্বেদিক প্রতিষ্ঠান আয়ুশ লিঃ এর মালিক মোস্তফা ও তার স্ত্রী কারাগারে বেনাপোল বন্দর এলাকায় মাটির নিচে থেকে উদ্ধার হলো তাজা ১৮ টি বোমা বেনাপোলে যশোর বøাড ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বেনাপোল নোম্যান্সল্যান্ডে এপার বাংলা ওপার বাংলা সৌহার্দ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব

কোনাবাড়ি আমবাগ থেকে ভুয়া গোয়েন্দা গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

নিজম্ব সংবাদদাতা: গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ভুয়া (এনএসআই) জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গেল-মঙ্গলবার তাকে নগরীর কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত প্রতারকের নাম বিপ্লব কান্তি দাস (৩৩)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার নয়াহালট গ্রামের সত্য রঞ্জন দাসের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএস আই) পরিচয়ে বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বিপ্লব কান্তি দাস কোনাবাড়ি আমবাগ মিতালি ক্লাব নামক এলাকায় এসে বিগত তিন থেকে চার মাস যাবৎ সরকারি কর্মকর্তা জাতীয় গোয়েন্দা সংস্থার (এন এস আই) সদস্য পরিচয় দিয়ে আসছে।

গেল- ৩রা আগস্ট মিতালি ক্লাব এলাকার এক চা ব্যবসায়ী মো. বোরহান উদ্দিন এর চায়ের দোকানে এসে বলে তার (বোরহান) এর নামে দুইটি মামলা হয়েছে । একটি মামলা নারী ও শিশু নির্যাতন এবং অপরটি টাকা সংক্রান্ত মামলা।

পরে চায়ের দোকানদারকে বিপ্লব বলে কোনো চিন্তা করবেন না আজকে দিনের মধ্যে বাদীর সঙ্গে কথা বলে মামলা শেষ করে দেব।
এই কথা বলে চায়ের দোকানদারকে কোনাবাড়ি নতুন বাজার এলাকায় নিয়ে যায় প্রতারক বিপ্লব। এরপর বলে মামলা নিষ্পত্তি করতে ৭৫ হাজার টাকা লাগবে।

ভুক্তভোগী বোরহান উদ্দিন বেচারা সরল বিশ্বাসে তার এক আত্মীয়র কাছ থেকে দেনা করে ৭৫ হাজার টাকা এনে ভুয়া এনএসআইকে দেন।
পরে সে টাকা নিয়ে চলে যায়।

এরপর গেল সোমবার ভুক্তভোগীর চায়ের দোকানে আসে ওই এন এস আই। পরে মামলার বিষয়ে বোরহান জানতে চাইলে একেক সময় একেক ধরণের কথা বার্তা বলতে থাকে। এতে তার সন্দেহ হলে কোনাবাড়ি থানা পুলিশ ও গাজীপুর এন এস আই অফিসে যোগাযোগ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ঘিরে ফেলে পুলিশে খবর দেয়া হয়।

এ ঘটনায় বাদী হয়ে ভুক্তভোগী বোরহান উদ্দিন কোনাবাড়ি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর পরিচয় দানকারী বিপ্লব কান্তি দাসকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) পাঁচ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 


শেয়ারঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ Dhaka Mail 24
Developed By UNIK BD