বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতা মুলক র্যালি হয়েছে। শার্শা উপজেলা আনসার ভিডিপির উদ্যেগে মশক নিধন পরিস্কার পরিচ্ছন্নতা, লিফলেট বিতারন ও সচেতনাতা মুলক র্যালি বেনাপোল ইউনিয়ন পরিষদ এর সামনে থেকে বের হয় চেকপোষ্ট পর্যন্ত গিয়ে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন উপজেলা ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল্লাহ ্- আল রাসেল ।
বুধবার বেলা ১২ টার সময় এ সচেতনতা মুলক র্যালিটি বের হয়।এসময় আশে পাশের দোকানে আনসার ভিপি সদস্যরা লিফলেট বিতরন করেন।
শার্শা উপজেলা ভিডিপি কর্মকর্তা রাসেল বলেন, বাসা বাড়ি ফ্লাট, অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারসহ সকল চিকিৎসাকেন্দ্র বাসস্ট্যান্ড রেল ষ্টেশন প্রভৃতি জায়গার কোথাও যেন পান জমে না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টো করে রাখতে হবে যাতে পানি না জমে। অব্যবাহৃত হাইকমোডে হারপিক ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে। কোন জায়গায় পানি জমে থাকলে লার্ভিসাইড স্প্রে করতে হবে অথবা জমে থাকা পানি নিস্কাশন করতে হবে। আর এডিস মশা দিনে কামড়ায় তবে প্রকৃতি পরিবর্তন হওয়ায় এখন রাত্রে ও কামড়াচ্ছে। তাই দিনে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু জ্বরে আতঙ্ক না হয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
এসময় র্যালিতে অংশগ্রহন করেন বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, আনসার এর প্লাটুন কামান্ডার সাকিবুজ্জামান সহ আনসার ভিডিপি বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
Leave a Reply