গেল-বৃহস্পতিবার অঞ্চল সাতের লাইসেন্স কর্মকর্তার অফিস কক্ষের ড্রয়ার থেকে ৫০ হাজার টাকা চুরি যাওয়ার ঘটনা ঘটেছে।
অফিস সূত্রে জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি অঞ্চল সাতের লাইসেন্স কর্মকর্তার মোঃ আব্দুর রশিদের অফিস কক্ষের ড্রয়ার থেকে গেল-বৃহস্পতিবার ৫০ হাজার টাকার একটি বান্ডিল চুরি হয়।
জানা গেছে, রোববার অফিস খুলে দেখেন ড্রয়ারে টাকা নেই।এ সময় ওই অফিসে চাঞ্চল্যকর সৃষ্টি হয়।
টাকা চুরির বিষয়টি চলতি দায়িত্ব প্রাপ্ত লাইসেন্স কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ স্বীকার করে এক এক সময় এক এক রকম তথ্য দিয়েছেন।
এটা তার ব্যক্তিগত টাকা বলে দাবী করেন। এর কিছুক্ষণ পর ওই কর্মকর্তা বলেন, সিটি কর্পোরেশনরে এলআর ফান্ডের টাকা।
তবে সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী প্রতি দিনের এলআর ফান্ডের টাকা প্রতিদিন জমা দেয়ার নিয়ম রয়েছে।
ওই লাইসেন্স কর্মকর্তা টাকা জমা না দিয়ে নিজ তিনি নিজ অফিস কক্ষেই রেখে দেন।
নাম প্রকাশ না করার শর্তে গাজীপুর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী সকালের টাকা বিকেলেই জমা দিতে হবে। সিটির এলআর ফান্ডের অর্থ কখনোই তিনি অফিসে বা নিজ হেফাজতে রাখতে পারেন না বা নিয়ম নেই।
তিনি বলেন, ওই লাইসেন্স কর্মকর্তা এলআর ফান্ডের টাকা জমা না দিয়ে অপরাধ করেছেন।
বিষয়টি নিয়ে অঞ্চল (৭) সাতের দায়িত্ব প্রাপ্ত লাইসেন্স কর্মকর্তা মোঃ আব্দুর রশিদের কাছে জানতে চাইলে, তিনি উগ্র ভাষায় বলেন, অফিসের চাবি আমার কাছে থাকে, একটি চাবি হারিয়ে গেছে।
এছাড়াও এসব অর্থ না কি তার ব্যক্তিগত বলে জানান।
ব্যক্তিগত টাকা অফিসে রাখলেন কেনো, এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি উগ্র মেজাজ বলেন, সাংবাদিকতা কতদিন ধরে করেন, এই টাকা যখন মনে চায় তখন জমা দেব, এটা আমার ইচ্ছে। তাতে আপনার কি ?
তিনি আরো বলেন, আমার নাম আব্দুর রশিদ, গাজীপুর যত সাংবাদিক আছে খালি আমার কথা জিজ্ঞেস কইরেন, টাকা হারাইছে আমার টাকা তাতে আপনার কি ? আপনার কাছে কি ক্লেম করছে।
শেষমেষ টাকা হারানোর বিষয়টি স্বীকার করে বলেন, গেল বৃহস্পতিবার অফিসে ঢুকে দেখি ড্রয়ার থেকে ৫০ হাজার টাকার একটি বান্ডিল নাই। ওটা আমার ব্যক্তিগত টাকা ছিল।
একটি সূত্রে জানায়, ওই অফিস কক্ষের দুইটি চাবি রয়েছে। একটি চাবি তার অফিস সহকারী মোঃ সিদ্দিক মিয়ার কাছে অপরটি রশিদ মিয়ার কাছে।
এ ব্যাপারে অঞ্চল সাতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই, তবে জেনে এর ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply