যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ট বাঙালী বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমান এর ৪৮ তম সাহাদত বার্ষিকি ও ১৫ আগষ্টের শোক দিবস পালিত হয়েছে যুক্ত রাষ্টের, জর্জিয়ায়। বাংলাদেশ আওয়ামীলীগের যুক্ত রাষ্ট, জর্জিায়া শাখার উদ্যেগে এ শোক দিবস পালিত হয়।
১৫ আগষ্ট বিকাল সাড়ে ৪ টার সময় যুক্তরাষ্ট্রের, জর্জিয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের যুক্তরাষ্ট শাখার সভাপতি মাহমুদ রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি সৈয়দ আহমদ চুন্নু, বিশিষ্ট লেখক লিয়াকত হোসেন আবু ভাই, শাহ মোহাম্মাদ শামীম জাহান, তানভির আহমেদ শাওন, শেখ নাসির উদ্দিন, মিজানুর রহমান মোড়ল, অভিষেক শ্যাম, মোহাম্মাদ কাওসার, সাজ্জাদ জাহান, জাহিদ ইসলাম, মোহাম্মাদ ইমদাদ,সোরাব আহমেদ, ওমর ফারুক, সহ যুক্ত রাষ্ট আওয়ামলীগের নেতা কর্মীরা।
উপস্থিত বক্তরা বলেন, জাতির জনক তোমার জ¤েœর কাছে আমরা ঋনি। তোমার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট, লাল সবুজের পতাকা আলাদা ভুখন্ড এবং মুক্ত আকাশ মুক্ত বাতাস আমরা পেতাম না। জাতির জনক ছিলেন একজন সাহসী ও সৎ নির্ভিক রাজনীতি বিদ। তিনি অন্যায়ের সাথে আপোস করতে জানে না। তিনি বাংলার মানুুষের কথা ভেবে বার বার জেলা জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তিনি জীবনের শ্রেষ্ট সময়ে ৪৬৮২ দিন জেল খেটেছেন। নিজের স্ত্রী সন্তানদের কথা না ভেবে তিনি বাংলার মানুষকে ভালবেসে বাংলার মানুষকে পরাধীন শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জেল থেকে বের হয়ে আবার লড়াই সংগ্রাম করে অবশেষে ৯ মাস এক রক্তক্ষয়ী যুদ্ধে এদেশের সাড়ে ৭ কোটি মানুষকে মুক্ত করেন। আজ তার কন্যা ও একই ভাবে জামাত বিএনপির রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের জন্য কাজ করে যাচ্ছে।
Leave a Reply