বেনাপোল প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনায় নিহত আনিকা আক্তার শরিফার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্টিত হয়েছে। রোববার বেলা ১১ টার সময় বেনাপোল মরিয়াম বালিকা বিদ্যালয়ে এ দোয়া অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর সভার সাবেক মেয়র এবং ওই স্কুলের সভাপতি আশরাফুল আলম লিটন।
প্রধান আশরাফুল আলম লিটন বলেন,বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর মেধাবী ছাত্রী নিহত এটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার খবর শুনে আমি স্তম্ভিত হয়ে যাই। এর আগে ও পাশের প্রাইমারি স্কুলের একই সঙ্গে ৯ টি তাজা প্রান সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তিনি বলেন এ ভাবে যেন আর কোন শিক্ষার্থীর প্রান না হারায়। তিনি সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের নিহত আনিকার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে বলেন এবং তিনি নিজেও এ মৃত্যুতে গভীর শোকাহত বলে জানান।
প্রধান অতিথি বলেন আজ আনিকার মত একজন মেধাবী ছাত্রী এই জনপদ এর মেয়ে অকালে ঝরে গেল ; হয়ত সে একদিন এদেশের প্রথম সারির কোন অফিসার বা জাতিয় রাজনীতিবিদ হতে পারত। আমরা বেনাপোল সড়কের যানজট মুক্ত সড়ক রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিকট আহবান করছি। এসময় তিনি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে রাস্তা পারাপারের সময় দেখে শুনে অত্যান্ত সতর্কতার সাথে পার হওয়ার জন্য বলেন।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ইন্তাজুর রহমান, মোঃ নজরুল ইসলাম, সেলিনা আক্তার, জহুরা খাতুন, বদরুল আলম, মোছাঃ নুরন্নাহার মাহমুদা সুলতানা, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, ম্যনেজিং কমিটির সদস্য জহুরুল ইসলাম রিপন ও মুক্তা পারভিন।
Leave a Reply