যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ওপর চালানো ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে জড়িত খুনি যারা এখনও জীবিত তাদের বিচারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া আওয়ামী লীগ। এ ব্যাপারে জর্জিয়া আ্রওয়ামীলীগ বাংলাদেশ সরকারের কাছে দাবি তোলে যে সকল খুনি এখনও পলাতক রয়েছে তাদের ইন্টারপুলের সহযোগিতায় দেশে নিয়ে বিচার করা হোক।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এ দাবি জানান সংগঠনের সভাপতি মাহামুদ রাহমান। তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে জেনারেল জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মাহামুদ রহমান। সাগর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আহমেদ চুন্নু , লেখক লিয়াকত হোসেন আবু ভাই, শাহমোহাম্মদ শামীম জাহান, তানবির আহমেদ শাওন, শেখ নাসির উদ্দিন, মিজানুর রাহমান মোড়ল, অভিষেক শ্যাম, মোহাম্মদ কাওসার , সাজ্জাদ জাহান, জাহিদ খান, মোহাম্মদ ইমদাদ,, সোরাব আহেমদ, ওমর ফারুক সহ জর্জিয়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত করেন জাহিদ ইসলাম। আর গীতা পাঠ করেন সাগর চক্রবর্তী। তাছাড়া সৌরভ তালুকদার এবং তানবির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন।
Leave a Reply