বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল সানরাইজ পাবলিক বিদ্যালয়ে গাছ বিতারন হয়েছে। বিদ্যালয়ের সপ্তম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রায় ১ হাজার শিক্ষার্থীদের মাঝে এ গাছ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি এবং বেনাপোল পৌর সভার কাউন্সিলর আজিম উদ্দিন গাজী।
বুধবার বেলা ১ টার সময় বিদ্যালয়ের সহ-সভাপতি আব্দুল খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি আজিম উদ্দিন গাজী বলেন, গাছ আমাদের জীবন বাঁচায়। কারন গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহন করি। এছাড়া গাছ আমাদের বর্জপদার্থের গ্যাস শোষন করে নিয়ে আমাদের পরিবেশ রক্ষা করে। গাছ থেকে পাতা, বাকল,ও শিকড় দিয়ে ভেষজ ঔষধ উৎপাদন হয়। ঘনগাছের মধ্যে বাস করে জীবজন্তু। এবং গাছ থেকে তারা ওই সব জীবজন্তু ও পাখি ফলমুল খেয়ে জীবন ধারন করে। গাছ আমাদের কাঠের অভাব পুরুন করে আমাদের আসবাব পত্রর কাজে লাগে।
তিনি আরো বলেন গাছ আমাদের শীতল বাতাস দেয়। পথচারিরা গাছ গাছের নীচে বসে বিশ্রাম নেয়। এমনকি কৃষক শ্রমিকরাও কাজের ফাঁকে গাছের শীতল ছায়ায় বসে বিশ্রাম নেয়। তাই আমাদের বাঁচার প্রয়োজনে জীবনকে সুন্দর রাখতে অক্সিজেন নিতে সকলকে বেশী বেশী করে গাছ লাগাতে হবে। গাছের বিকল্প কিছু নাই । আমরা গাছ থেকে ফল পাই। যেমন আম, জাম, কাঠাল, লীচু পেয়ারা সহ নানা ধরনের ফল পেয়ে থাকি। আমাদের শরীরের রোগ জীবানু প্রতিরোধ করতে এসব ফল সাহয্য করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমামুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এসময় বিদ্যালয় চত্বরে একটি আমগাছ রোপন করে গাছ বিতরনের শুভ উদ্ভোধন করেন বিদ্যালয়ের সভাপতি ও প্রধান অতিথি আজিম উদ্দিন গাজী।
Leave a Reply