গেল রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে কোনাবাড়ির বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বীরচারী গ্রামের মরহুম আঃ গফুরের ছেলে তারেক রহমান (৩৯), ময়মনসিংহের নান্দাইল থানার রসুলপুর গ্রামের আ: রশিদের ছেলে লুৎফর রহমান বাবু (৩০), এবং কিশোরগঞ্জের তাড়াইল থানার
ইচাফচর গ্রামের মরহুম কিতাব আলীর ছেলে আল আলামিন (৪১)।
দীর্ঘদিন যাবৎ তারা কোনাবাড়ি এলাকায় ঘাপটি মেরে থেকে পর্দার আড়ালে মাদক কারবারি করতো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) স্বপন মিয়া জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সহকর্মী ( এ এস আই) রানু খন্দকারকে নিয়ে অভিযান পরিচালনা করে তারেকসহ তিনজনকে আটক করা হয়।
আটককালে তাদের কাছ থেকে এক’শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে শ্রীঘরে পাঠানো হয়েছে।
Leave a Reply