বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল নোম্যান্সল্যান্ডে এপার বাংলা ওপার বাংলা সৌহার্দ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে। বৃহ্স্পতিবার বেলা ১২ টার সময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে দুই বাংলার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিষ্টি বিতরন, উত্তরন ও রাখি পরিয়ে উদযাপন করা হয়।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও ভারত দক্ষিন বনগাঁও এর এম এল এ স্বপন মজুমদার।
আনন্দ ভাগাভাগির জন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফকে মিষ্টি মুখ করান আশরাফুল আলম লিটন। এসময় তিনি বলেন, ভারত আমাদের বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র। ভারতের সাথে আমাদের রয়েছে নিবিড় সম্পর্ক। ভারত আমাদের স্বাধীনতার সময় তাদের মাটিতে আমাদের আশ্রয় দিয়েছেন এবং মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন। রাখি বন্ধনের মত ভাই বোনের সম্পর্ক আমাদের সাথে থাকবে ভারত এর জনগনের ।
মোঃ আনিছুর রহমান
বেনাপোল যশোর
০১৯১৬-৯১৯৩৬২
৩১/০৮/২৩
Leave a Reply